Bristi Tomake Dilam (বৃষ্টি তোমাকে দিলাম) Bangla Lyrics By Srikanta Acharya.
Song : Bristi Tomake Dilam
Singer : Srikanta Acharya
Lyrics : Lilamoy Patra
Music : Joy Sarkar
Music Label : Shemaroo Bengali Music
Release On : 15 June 2022
Bristi Tomake Dilam Bangla Lyrics
আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
শুধু শ্রাবন সন্ধ্যা টুকু
তোমার কাছে চেয়ে নিলাম
আমার সারাটা দিন মেঘলা আকাশ,
বৃষ্টিতোমাকে দিলাম
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাশিতে কান পেতে থাকি
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে,মনের আঙ্গিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম
আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে
চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম
আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টিতোমাকে দিলাম
শুধু শ্রাবন সন্ধ্যা টুকু
তোমার কাছে চেয়ে নিলাম
আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম।।