Buker Ba Pashe(বুকের বা পাশে) Bangla Lyrics By Mahtim Shakib
Song : Buker Ba Pashe
Vocal : Mahtim Shakib
Lyrics : Shomeswar Oli
Music : Sajid Sarkar
Label : Cd Choice
Buker Ba Pashe Bangla Lyrics
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই
বুকের বাঁ-পাশে
আমার দুঃখ বাড়ে,
যেকোনো ঋতুর পাল্টে যাওয়া বাতাসে
আলতো গায়ে মাখি, যতনে তুলে রাখি
তোমার লেখা যত চিঠি আসে
জানলা খুলে রাখি, আসলে সবই ফাঁকি
তোমার নামে তবু আলো আসে
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই
বুকের বা পাশে
অল্প আলোর শহর কত মন ভেঙে যায়..
জেগে উঠে অভিমান চিত্রকল্প ভরা কবিতায়
আরো ব্যথা পেতে বাকি আছে
কিছু ঘটনা বুঝি তাই চোখে ভাসে..
আলতো গায়ে মাখি, যতনে তুলে রাখি
তোমার লেখা যত চিঠি আসে
জানলা খুলে রাখি, আসলে সবই ফাঁকি
তোমার নামে তবু আলো আসে
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই
বুকের বা পাশে
ব্যর্থ প্রেমের মানুষ কত দূর যাবে আর..
চারিদিকে প্রিয় মুখ হয়ে আছে যেন কাঁটাতার
যারে ছুঁয়ে গেলে ভালো লাগে,
তারে দেখি না কেন যে বার মাসে
আলতো গায়ে মাখি, যতনে তুলে রাখি
তোমার লেখা যত চিঠি আসে
জানলা খুলে রাখি, আসলে সবই ফাঁকি
তোমার নামে তবু আলো আসে
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই
বুকের বা পাশে।।
Buker Ba Pashe Bangla Lyrics
Smritir Jonaki Chara Kichu Nei
Buker Ba Pashe
Amar Dukkho Bare,
Jekono Ritur Palte Jaowa Batashe
Alto Gaye Makhi, Jotone Tule Rakhi
Tomar Lekha Joto Chithi Ashe
Janla Khule Rakhi, Asole Sobi Faki
Tomar Name Tobu Aalo Ashe
Smritir Jonaki Chara Kichu Nei
Buker Ba Pashe
Olpo Alor Shohor
Koto Mon Venge Jay
Jege Uthe Obhiman
Chitrokolpe Vora kobitay
Aro Betha Pete Baki Ache
Kichu Ghotona Bujhi Tai Chokhe Vashe.