Buker Bhitor Rakhchilam Lyrics By Ankur Mahamud Feat Suzon Ahmed
Buker Bhitor Rakhchilam Lyrics By Ankur Mahamud Feat Suzon Ahmed
Song: Buker Bhitor Rakhchilam
Singer: Suzon Ahmed
Lyrics & Tune: Suzon Ahmed
Music: Ankur Mahamud
Edit & Color: Bappi
Story: Eagle Team
Label: Eagle Music
Buker Bhitor Rakhchilam Lyrics in Bengali
বুকেরি ভিতরে রাখছিলাম দরিয়া
কখনো কি মনে পরে না, না রে
কখনো কি মনে পরে না
হৃদয় ছিরিয়া গেলিরে উড়িয়া
হৃদয় ছিরিয়া গেলিরে উড়িয়া
আর ত ফিরে এলি না, না রে
কখনো কি মনে পরে না
বুকেরি ভিতরে রাখছিলাম দরিয়া
কখনো কি মনে পরে না, না রে
কখনো কি মনে পরে না
কি ছিলো ভুল, কি অপরাধ
কি কারনে চলে গেলে বলে গেলে না
তুমি এখন ভালই আছো
আমার কথা কি মনে পরে না
কি ছিলো ভুল, কি অপরাধ
কি কারনে চলে গেলে বলে গেলে না
তুমি এখন ভালই আছো
আমার কথা কি মনে পরে না
কি ব্যাথা এ বুকে মরি দুকে দুকে
কি ব্যাথা এ বুকে মরি দুকে দুকে
তোরে ত বোলা গেলো না, না রে..
কখনো কি মনে পরে না
বুকেরি ভিতরে রাখছিলাম দরিয়া
কখনো কি মনে পরে না, না রে
কখনো কি মনে পরে না
দিয়েছো ব্যাথা, রাখোনি কথা
এমনটা হবে জানা ছিলো না
করিনি ত ভুল দিয়েছি মাশুল
তবুও তুমি সুখে থাকো এই কামনা
দিয়েছো ব্যাথা, রাখোনি কথা
এমনটা হবে জানা ছিলো না
করিনি ত ভুল দিয়েছি মাশুল
তবুও তুমি সুখে থাকো এই কামনা
এ ব্যাথা বেদনা সহিতে পারি না
এ ব্যাথা বেদনা সহিতে পারি না
তবুও বোলা গেলো না, না রে..
কখনো কি মনে পরে না
বুকেরি ভিতরে রাখছিলাম দরিয়া
কখনো কি মনে পরে না, না রে
কখনো কি মনে পরে না
কখনো কি মনে পরে না