Buker Gobhire (বুকের গভীরে) Bangla Lyrics By Ismat Ara Eva.
Song : Buker Gobhire
Singer : Ismat Ara Eva
Lyric : Habib Mostafa
Tune : Habib Mostafa
Music : Zahid Bashar Pankaj
Cast : Imtu & Alongkar
Language : Bangla
Label : Agniveena
Buker Gobhire Bangla Lyrics
বুকের যত গভীরে থাকে এ মন
তারও গভীরে তোমারই আসন
তোমাকে পেতে দেবো সব নির্বাসন
এই জীবনে তুমি সুখের কারণ
ফিরবো তোমার কাছে
রেখো আশে পাশে
করবো জমানো মিলন আলাপন (২ বার)
বুকের যত গভীরে থাকে এ মন
তারও গভীরে তোমারই আসন
প্রেমের এই সাগরে আজ দেখো জলোচ্ছ্বাস
তারারা ঝিলমিল করে মনেরই আকাশ
ও মধুবন সুবাসে শত ফুলেরই মেলা
ভ্রমরের গুঞ্জন হৃদয় উতলা
ফিরবো তোমার কাছে
রেখো আশে পাশে
করবো জমানো মিলন আলাপন
বুকের যত গভীরে থাকে এ মন
তারও গভীরে তোমারই আসন
এ মনের গহীনে তোমারই বসবাস
দুই দেহে একই প্রাণ যেন একই নিশ্বাস
ও বলে যাই সুরে ওই বনেই কোঁকিল
তুমি ছাড়া একদিন বাঁচা মুসকিল
ফিরবো তোমার কাছে
রেখো আশে পাশে
করবো জমানো মিলন আলাপন।