Buker Jontrona ( বুকের যন্ত্রনা) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Buker Jontrona
Singer : Gogon Sakib
Lyric : Gogon Sakib
Music : Anim Khan
Cast : Gogon Sakib
Label : Antor Multimedia
Buker Jontrona Bangla Lyrics
প্রেমিকা বলে আজ
কে দেবে তোমায় ডাক
কার চুমুর ছোইয়াতে
ভাঙ্গবে আজ তোমার রাগ
যার কন্ঠের আওয়াজে
ভাঙ্গতো ঘুম আমার রোজ
সে নাকি হয়েছে
অন্য কার ঘুমের ডোজ
যেই মনে শুধুই আমি
ছিলাম যে খুব প্রিয়
সেই জায়গায় নতুন কেউ
আমি আজ অপ্রিয়
এই বুকের ভেতরে
এ কেমন যন্ত্রনা
কেউ জানে না রে না
কেউ দেখে না রে না
কেউ বোঝে না রে না
কেউ শোনে না রে না
কেউ জানে না রে না
কেউ দেখে না রে না (২ বার)
যে ব্যথা দিল রে সে
এতো যে ওজন তার
সেই ওজন বইবার
ক্ষমতা নাই আমার
বোবার মুখসে আজ
কাটছে রে নির্ঘুম রাত
জানে রে জানে সব
দুই হাতের ব্লেডের দাগ
রোজ ওই হাশরে তোমায়
যদি পারি চিনতে রে
তুমি কি চিনেও আমায়
না চেনার ভান ধরবে
এই বুকের ভেতরে
এ কেমন যন্ত্রনা
কেউ জানে না রে না
কেউ দেখে না রে না
কেউ বোঝে না রে না
কেউ শোনে না রে না
কেউ জানে না রে না
কেউ দেখে না রে না (২ বার)
Buker Jontrona Bangla Lyrics
Premika bole aj
Ke debe tomay dak
Kar cumur choiyate
Bhangbe aj tomar rag
Jar Kanther aoyaje
Bhangto ghum amar roj
Se naki hoyeche
Anyo kar ghumer doj
Jei mone sudhui ami
Chilam je khub priyo
Sei jaigai natun keu
Ami aj apriyo