Buker Vitor Kosto Amar(বুকের ভিতর কষ্ট আমার) Bangla Lyrics By MA Mamun
Song : Buker Vitor Kosto Amar
Vocal : MA Mamun
Lyrics : Nurul Islam Nahid
Tune : MA Mamun
Music : MH Rubel
Label : TMH Music BD
Buker Vitor Kosto Amar Bangla Lyrics
বুকের ভিতর কষ্ট আমার
শান্তি নাইরে মনে
হৃদয় পুরে ছাড়খার করলি
তুই অকারণে
বুকের ভিতর কষ্ট আমার
শান্তি নাইরে মনে
হৃদয় পুরে ছাড়খার করলি
তুই অকারণে
তোর মনটা এতো পাষাণ
আমি আগে বুঝি নাই
ভালোবেসে তোর মনেতে
আমায় দিলি নারে ঠাই
শান্তি নাহি পাই,
আমি সুখ নাহি পাই
শান্তি নাহি পাই,
আমি সুখ নাহি পাই
একটু সুখের আশায় তোরে
বেসেছিলাম ভালো
মিথ্যে প্রেমের খেলাতে আজ
অন্তর পুড়ে কালো
একটু সুখের আশায় তোরে
বেসেছিলাম ভালো
মিথ্যে প্রেমের খেলাতে আজ
অন্তর পুড়ে কালো
ইটের ভাটার মতো হৃদয়
পুরে করলি ছাই
ভালোবেসে তোর মনেতে
আমায় দিলি নারে ঠাই
শান্তি নাহি পাই,
আমি সুখ নাহি পাই
শান্তি নাহি পাই,
আমি সুখ নাহি পাই
তোর কারণে অবুঝ এই মন
ধুকে ধুকে মরে
বুকের ভিতর কষ্ট গুলো
দিনে দিনে বাড়ে
তোর কারণে অবুঝ এই মন
ধুকে ধুকে মরে
বুকের ভিতর কষ্ট গুলো
দিনে দিনে বাড়ে
ইটের ভাটার মতো হৃদয়
পুরে করলি ছাই
ভালোবেসে তোর মনেতে
আমায় দিলি নারে ঠাই
শান্তি নাহি পাই,
আমি সুখ নাহি পাই
শান্তি নাহি পাই,
আমি সুখ নাহি পাই
Buker Vitor Kosto Amar Bangla Lyrics
Buker vitor kosto amar
Shanti naire mone
Hridoy puira charkhar korli
Tui okarone
Tor monta eto pashan
Ami age bujhi nai
Valobese tor monete
Amay Dili nare thai