Chadni Prohore(চাদনী প্রহরে) Bangla Lyrics By Tarannum Afrin

Chadni Prohore(চাদনী প্রহরে) Bangla Lyrics By Tarannum Afrin

Song : Chadni Prohore

Vocal : Tarannum Afrin

Lyrics : Md Noman Shiblu

Tune : Ziauddin Alam 

Music : Real Ashique

Label : Kamrul Media 

Chadni Prohore Bangla Lyrics 

বন্ধু তুমি ডাক দিওগো

চাদনী প্রহরে 

আন্ধার রাইতে রঙ লাগামু

তোমার অন্তরে

বন্ধু তুমি ডাক দিওগো

চাদনী প্রহরে 

আন্ধার রাইতে রঙ লাগামু

তোমার অন্তরে

ও আমার সুজন রে

ও প্রানো বন্ধুরে 

তোমার লাইগা বাইন্ধা রাখমু 

সুখের একখান ভূবণ  

তুমি আমার মধুর সপন

আপনের আপন

ও আমার সুজন রে

ও প্রানো বন্ধুরে 

তোমার লাইগা বাইন্ধা রাখমু 

সুখের একখান ভূবণ 

তুমি আমার মধুর সপন

আপনের আপন

সুখের মাঝে আইয়া তুমি 

নাও ভাসাইয়া রাইখো

মন পিঞ্জিরায় সারা জীবন 

এমন কইরা থাইকো

সুখের মাঝে আইয়া তুমি 

নাও ভাসাইয়া রাইখো

মন পিঞ্জিরায় সারা জীবন 

এমন কইরা থাইকো

ও আমার সুজন রে

ও প্রানো বন্ধুরে 

তোমার লাইগা বাইন্ধা রাখমু 

সুখের একখান ভূবণ 

তুমি আমার মধুর সপন

আপনের আপন

ও আমার সুজন রে

ও প্রানো বন্ধুরে 

তোমার লাইগা বাইন্ধা রাখমু 

সুখের একখান ভূবণ 

তুমি আমার মধুর সপন

আপনের আপন

রাইখো কথা কাছে থাইকা

দূরে কভূ যাইও না

পরান আমার ছটফট করে 

ঘরে থাকতে পারি না

ও রাইখো কথা কাছে থাইকা

দূরে কভূ যাইও না

পরান আমার ছটফট করে 

ঘরে থাকতে পারি না

ও আমার সুজন রে

ও প্রানো বন্ধুরে 

তোমার লাইগা বাইন্ধা রাখমু 

সুখের একখান ভূবণ 

তুমি আমার মধুর সপন

আপনের আপন

ও আমার সুজন রে

ও প্রানো বন্ধুরে 

তোমার লাইগা বাইন্ধা রাখমু 

সুখের একখান ভূবণ 

তুমি আমার মধুর সপন

আপনের আপন

বন্ধু তুমি ডাক দিওগো

চাদনী প্রহরে 

আন্ধার রাইতে রঙ লাগামু

তোমার অন্তরে

বন্ধু তুমি ডাক দিওগো

চাদনী প্রহরে 

আন্ধার রাইতে রঙ লাগামু

তোমার অন্তরে

ও আমার সুজন রে

ও প্রানো বন্ধুরে 

তোমার লাইগা বাইন্ধা রাখমু 

সুখের একখান ভূবণ  

তুমি আমার মধুর সপন

আপনের আপন

ও আমার সুজন রে

ও প্রানো বন্ধুরে 

তোমার লাইগা বাইন্ধা রাখমু 

সুখের একখান ভূবণ 

তুমি আমার মধুর সপন

আপনের আপন।।

Chadni Prohore Bangla Lyrics

Bondhu tumi dak diyogo

Chadni prohore

Andhar raite rong lagamu 

Tomar ontore

O amar sujon re 

O prano bondhu re

Tomar laiga baindha rakhmu

Sukher ekhan vubon

Tumi Amar modhur sopon 

Aponer apon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *