Chai Sudhu Tomake (চাই শুধু তোমাকে) Bangla Lyrics By S Alam.
Song : Chai Sudhu Tomake
Vocal : S Alam
Lyrics : Mamun Afnan Rumey
Tune : Muhammad Milon
Music : Rezwan Sheikh
Label : Antor Multimedia
Chai Sudhu Toke Bangla Lyrics
তোমার কথা ভেবে ভেবে
দিনরাত কেটে যায়
খুব যতনে তোমার ছবি
একেছি মনের পাতায়
তোমার কথা ভেবে ভেবে
দিনরাত কেটে যায়
খুব যতনে তোমার ছবি
একেছি মনের পাতায়
বুকের ভিতর তোমার নামে
ইচ্ছে পুষে রাখি
চাই শুধু তোমাকে
আর কিছু নয়
অনুভবে তোমার সাথে
কতো কথা হয়
চাই শুধু তোমাকে
আর কিছু নয়
অনুভবে তোমার সাথে
কতো কথা হয়
কবে পাবো কাছে তোমায়
বলবো ভালোবাসি
একি পথে একি সাথে
হাটবো পাশাপাশি
কবে পাবো কাছে তোমায়
বলবো ভালোবাসি
একি পথে একি সাথে
হাটবো পাশাপাশি
সপ্নগুলো নিয়ে আমি
আছি তোমার আশায়
আছি তোমার আশায়
চাই শুধু তোমাকে
আর কিছু নয়
অনুভবে তোমার সাথে
কতো কথা হয়
চাই শুধু তোমাকে
আর কিছু নয়
অনুভবে তোমার সাথে
কতো কথা হয়
ইচ্ছে করে হাতটি ধরে
বলি তুমি আমার
দেখুক লোকে অবাক চোখে
পাগল আমি তোমার
ইচ্ছে করে হাতটি ধরে
বলি তুমি আমার
দেখুক লোকে অবাক চোখে
পাগল আমি তোমার
সপ্নগুলো নিয়ে আমি
আছি তোমার আশায়
চাই শুধু তোমাকে
আর কিছু নয়
অনুভবে তোমার সাথে
কতো কথা হয়
চাই শুধু তোমাকে
আর কিছু নয়
অনুভবে তোমার সাথে
কতো কথা হয়।।
Chai Sudhu Toke Bangla Lyrics
Tomar kotha vebe vebe
Din rat kete jay
Khub jotone tomar chobi
Ekechi moner patay
Buker vitor tomar name
Icche pushe rakhi
Cai sudhu tomake
Ar kichu noy
Anuvobe tomar sathe
Koto kotha hoy