Chandgaan (চান্দ গান) Bangla Lyrics By Satyaki Banerjee.
Chandgaan (চান্দ গান) Bangla Lyrics By Satyaki Banerjee.
Song : Chandgaan
Vocal, Music And Lyrics : Satyaki Banerjee
Chandgaan Lyrics In Bengali
চাঁদেরও অর্ধেকও চাঁদ
চাঁদেরও অর্ধেকও চাঁদ
চাঁদের অর্ধেকও, চাঁদ আমারই।
তুমি যদি হও গো আমার
তুমি যদি হও গো আমার,
তুমি যদি হও গো চাঁদ আমারই।
আমি তোমার হতে পারি
চাঁদে চাঁদ রাখতে পারি,
আমি তোমার হতে পারি
চাঁদ তোমারই,
চাঁদেরও অর্ধেকও চাঁদ
চাঁদেরও অর্ধেকও চাঁদ
চাঁদের অর্ধেকও, চাঁদ আমারই।
চোখে চোখে দেখি রে চাঁদ
চোখে চোখে দেখি রে চাঁদ,
চোখে চোখে দেখি রে, চাঁদ তোমারই।
মুখে মুখে প্রেমপথ
মুখে মুখে প্রেমপথ,
মুখে মুখে ঝলকায় দেখো যেন সুধাবৎ।
চাঁদেরও অর্ধেকও চাঁদ
চাঁদেরও অর্ধেকও চাঁদ
চাঁদের অর্ধেকও, চাঁদ আমারই
চাঁদ আমারই।
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া
চাঁদেতে দেয় চাঁদের খেয়া,
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া, চাঁদ তোমারই।
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া
চাঁদেতে দেয় চাঁদের খেয়া,
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া, চাঁদ আমারই।
তুমি যদি হও গো আমার
তুমি যদি হও গো আমার,
আমি তোমার হতে পারি, চাঁদ তোমারই।
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া
চাঁদেতে দেয় চাঁদের খেয়া,
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া, চাঁদ আমারই।
চাঁদেরও অর্ধেকও চাঁদ
চাঁদেরও অর্ধেকও চাঁদ
চাঁদের অর্ধেকও, চাঁদ আমারই,
চাঁদ আমারই।