Chele Tor Preme Porar Karon ( ছেলে তোর প্রেমে পরার কারণ) Bengali Lyrics By Sumi Shabnam.
Song : Vallage (Chele Tor Preme Porar Karon)
Singer : Sumi Shabnam
Music : Sojib
Song Lyrics : MD. Akram Hossain
Music Label : Sristy Multimedia
Release On : 11 July 2022
Chele Tor Preme Porar Karon Lyrics in Bengali
ছেলে তোর কোঁকড়া কোঁকড়া চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে
তোর কোঁকড়া কোঁকড়া চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে
ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোঁয়া ওঠে
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোঁয়া ওঠে
সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল্লাগে
সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল্লাগে
আরে লাগ ভেলকি চোখে মুখে
ছু মন্তর ছু
জাদুর কাঁঠি হাতে নিয়ে
দিলাম তোরে ফু
চাঁদের বুড়ি থুথুড়ী আর চরকা কাটে না
আবোল তাবোল ভাব ধরিলেই
ফ্যাশন যে হয় না
বন্ধু রে তোর হাতে ধরি আমার মাথা খা
ভেলকি বাজি ছাড়ান দিয়া
ভালো হইয়া যা
হাতে বালা গলায় মালা
কানে দিয়ে দুল
বুক খোলা শার্ট পরিয়া
পকেটে নাও ফুল
মোরগের মাথার মতো
কাটিং মারো চুলে, বন্ধু হে
ম্যানহোলের ঢাকনার মতো
হাতে পরো ঘড়ি
পকেটে থাকে না তোমার
কোনো কানাকড়ি
গলা ছিলা মুরগীর মতন
গোফে মারো কাট, বন্ধু হে
ছেলে তোর প্রেমে পড়ার কারণ
তোর শ্যামলা শ্যামলা বরণ
তোর প্রেমে পড়ার কারণ
তোর শ্যামলা শ্যামলা বরণ
ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে
ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে
বন্ধু রে…
ঠুসির মতো চশমা পরে
এদিক ওদিক চাও
ভুল ভাবে মাঝে মাঝে
ইংলিশে গান গাও
মাইয়াদের ছবি লাগাইয়া
ফেসবুকও চালাও, বন্ধু হে
আরে বাপেরও হোটেলে খাইয়া
বাইক নিয়া ঘোরো
সুন্দরী মাইয়া দেখিলে
মুচকী হাসি মারো
কুঁজো হয়ে হেঁটে ভাবো
লাগতাছে ফিটফাট, বন্ধু হে
ছেলে তোর নেশা নেশা চোখে
যেন আগুন জ্বলে বুকে
ওই নেশা নেশা চোখে
যেন আগুন জ্বলে বুকে
সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে
সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে
ছেলে তোর কোকড়া কোকড়া চুলে
যেন সমুদ্র ঢেউ খেলে
তোর কোকড়া কোকড়া চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে
ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোঁয়া ওঠে
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া ওঠে
সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল্লাগে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
সেই ধোঁয়া দেখিতে আমার ভাল্লাগে
ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে
সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে