Cheyechhi Jare Ami ( চেয়েছি যারে আমি) Bangla Lyrics By Kishore Kumar.
Song : Cheyechhi Jare Ami
Singer : Kishore Kumar
Music : Basudeb Chakraborty
Lyrics : Mukul Dutta
Music Label : Angel Digital
Starring : Victor Banerjee, Anamika Saha, Shakuntala Barua, Debasree Roy, Mousami Chatterjee Biplab Chatterjee, Amol Palekar
Release On : 4 August 2018
Cheyechhi Jare Ami Bangla Lyrics
চেয়েছি যারে আমি
চেয়েছি যারে আমি
গিয়েছে সরে সরে
গিয়েছে সরে সরে
বেদনার কোন আঁধারে
চেয়েছি যারে আমি
গিয়েছে সরে সরে
বেদনার কোন আঁধারে
চেয়েছি যারে আমি
বেলোয়াড়ি বাতির আলো
বারে বারে নিভে গেলো
বেলোয়াড়ি বাতির আলো
বারে বারে নিভে গেলো
প্রাণেরও জলসা ঘরে
রঙ্গিন ফুলের চরে
যে আসে যায় সে ফিরে
চেয়েছি যারে আমি
গিয়েছে সরে সরে
বেদনার কোন আঁধারে
চেয়েছি যারে আমি
ফুরাতে ফুরাতে রাত
শেষ হয়ে যাবে
তবুও জানিনা আমি
ভোর হবে কিনা না হবে (২)
বলোনা সুখের কথা
মনে আমার লাগে ব্যথা
বলোনা সুখের কথা
মনে আমার লাগে ব্যথা
চোখে জল আসে নেমে
ভালোবাসারও নামে
জাগি রাত একা বাসরে
চেয়েছি যারে আমি
গিয়েছে সরে সরে
বেদনার কোন আঁধারে
চেয়েছি যারে আমি