Chilam Na Apon (ছিলাম না আপন) Bangla Lyrics By Atif Ahmed Niloy
Song : Chilam Na Apon
Vocal : Atif Ahmed Niloy
Lyrics : Muhammad Ali
Music : Ahmed Sajeeb
Label : Kamrul Media
Chilam Na Apon Bangla Lyrics
নিজের ভালো দেখলিরে তুই
আমার ভালো দেখলি না
আমি তোরে বাসলাম ভালো
আমায় ভালোবাসলি না
আমায় শুধু আশাই দিলি
দিলি নারে মন
আমি যে তোর মনের ভিতর
ছিলাম না আপন
ওরে আমি যে তোর মনের ভিতর
ছিলাম না আপন
ভাগ্য দোষে এই জীবনে
হইলাম আমি দুখি
আমার মনে ব্যাথা দিয়া
হইলি রে তুই সুখি
ভাগ্য দোষে এই জীবনে
হইলাম আমি দুখি
আমার মনে ব্যাথা দিয়া
হইলি রে তুই সুখি
দেখলি নারে এই হৃদয়ে
রক্তেরই ক্ষরণ
আমি যে তোর মনের ভিতর
ছিলাম না আপন
ওরে আমি যে তোর মনের ভিতর
ছিলাম না আপন
কলিজাতে এতো কষ্ট
কেমনে ধইরা রাখি
আমায় ভালোবাসা রে তোর
ছিলো পুরোই ফাকি
কলিজাতে এতো কষ্ট
কেমনে ধইরা রাখি
আমায় ভালোবাসা রে তোর
ছিলো পুরোই ফাকি
সুখের চাদে লাগাইলি তুই
দুখেরই গ্রহণ
আমি যে তোর মনের ভিতর
ছিলাম না আপন
ওরে আমি যে তোর মনের ভিতর
ছিলাম না আপন।।
Chilam Na Apon Bangla Lyrics
Nijer valo dekhlire tui
Amar valo dekhli na
Ami tore bashlam valo
Amay valobashli na
Amay shudhu ashai dili
Dili nare mon
Ami je tor moner vitor
Chilam na apon
Ore Ami je tor moner vitor
Chilam na apon