Chitay Poraili (চিতায় পোড়াইলি) Bangla Lyrics By Samz Vai

Chitay Poraili (চিতায় পোড়াইলি) Bangla Lyrics By Samz Vai 

Song : Chitay Poraili

Vocal : Samz Vai 

Lyrics : S A Saiful

Tune : Azim Babu

Music : Real Ashique

Label : Antor Multimedia 

 

Chitay Poraili Bangla Lyrics 

ভালোবেসে অবশেষে 

ভালোবেসে অবশেষে 

একি করিলি 

সরল সোজা মনটা আমার 

চিতায় পোড়াইলি রে বন্ধু 

সরল সোজা মনটা আমার 

চিতায় পোড়াইলি

তোরে যতনও করে 

মনেরও ঘরে 

দিয়েছিলাম ঠাই

তুই বন্ধু যে এতো পাষাণ 

আগে বুঝি নাই 

তোরে যতনও করে 

মনেরও ঘরে 

দিয়েছিলাম ঠাই

তুই বন্ধু যে এতো পাষাণ 

আগে বুঝি নাই 

বাকা ঠোঁটের ছলনাতে

বাকা ঠোঁটের ছলনাতে

আমায় ভোলাইলি

সরল সোজা মনটা আমার 

চিতায় পোড়াইলি রে বন্ধু 

সরল সোজা মনটা আমার 

চিতায় পোড়াইলি

তুই চলিয়া গেলি

 অন্যেরই বুকে

 আমায় একা ফেলে 

 জীবনটারে নষ্ট করলি

 ভালোবাসার ছলে

তুই চলিয়া গেলি

 অন্যেরই বুকে

 আমায় একা ফেলে 

 জীবনটারে নষ্ট করলি

 ভালোবাসার ছলে

ছেড়ে যাবি তবে কেন 

ছেড়ে যাবি তবে কেন 

মায়া বাড়াইলি

সরল সোজা মনটা আমার 

চিতায় পোড়াইলি রে বন্ধু 

সরল সোজা মনটা আমার 

চিতায় পোড়াইলি

সুখে থাকিস বন্ধুরে তুই 

ঘর করে তার আলো 

দোয়া করি সারাজীবন 

থাকিস রে তুই ভালো 

সুখে থাকিস বন্ধুরে তুই 

ঘর করে তার আলো 

দোয়া করি সারাজীবন 

থাকিস রে তুই ভালো 

সাইফুল রে তুই বিনা দোষে

সাইফুল রে তুই বিনা দোষে

কি সাজা দিলি

সরল সোজা মনটা আমার 

চিতায় পোড়াইলি রে বন্ধু 

সরল সোজা মনটা আমার 

চিতায় পোড়াই।।


Chitay Poraili Bangla Lyrics

Valobese oboshese

Valobese oboshese

Eki korili

Sorol soja monta amar

Chitay poraili re bondhu

Sorol soja monta amar

Chitay poraili re bondhu

Tore joton o kore 

Moner o ghore

Diyechilam thai

Tui bondhu je eto pashan

Age bujhi nai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *