Chokher Aloy (চোখের আলোয়) Bangla Song Lyrics By Debolina Nandy.
Chokher Aloy (চোখের আলোয়) Bangla Song Lyrics By Debolina Nandy.
Here We Present You With the song ‘Chokher Aloy’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Debolina Nandy’. Lyrics Written By Rabindranath Tagore. This song published on T-Series YouTube channel. Hope You Will Enjoy The Song.
Song : Chokher Aloy
Lyrics : Rabindranath Tagore
Singer : Debolina Nandy
Parjaay : Puja-253
Upa-parjaay : Antarmukhe
Raag : Iman
Taal : Dadra
Music Label: T-Series
Chokher Aloy Dekhechilem Song Lyrics
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে,
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে।
অন্তরে আজ দেখবো
যখন আলোক নাহি রে..
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে।।
ধরায় যখন দাও না ধরা
হৃদয় তখন তোমায় ভরা,
এখন তোমার আপন আলোয়
তোমায় চাহি রে।
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে।।
তোমায় নিয়ে খেলেছিলেম
খেলার ঘরেতে,
খেলার পুতুল ভেঙে গেছে
প্রলয় ঝড়েতে।
তোমায় নিয়ে খেলেছিলেম
খেলার ঘরেতে,
খেলার পুতুল ভেঙে গেছে
প্রলয় ঝড়েতে।।
থাক তবে সেই কেবল খেলা
হোক-না এখন প্রাণের মেলা,
থাক তবে সেই কেবল খেলা
হোক-না এখন প্রাণের মেলা,
তারের বীণা ভাঙলো
হৃদয়-বীণায় গাহি রে।
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে।
অন্তরে আজ দেখবো
যখন আলোক নাহি রে ..
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে।।