Chokher Arale (চোখের আড়ালে) Bangla Lyrics By Arnob & Tumpa Khan। Bachi Tomar Kheyale Bangla Natok.
Song : Chokher Aral
Vocal : Arnob & Tumpa Khan
Lyrics : Md Ali Reza
Music : Arnob Ul Islam
Label : JH Music
Chokher Aral Bangla Lyrics
তুমি যখন আলতো করে
হাতটা রাখো এই হাতে
ছায়া হয়ে পাশে থাকো
দিন কি বা রাতে
তখন আমি হারিয়ে যাই
অথই স্রোতে মরে যাব
তবু তোমায় দেবো না হারাতে
তুমি চোখের আড়াল হলে
খুজে মরে এই মন
তুমি ছাড়া লাগে না ভালো
একলা এই জীবন
তুমি চোখের আড়াল হলে
খুজে মরে এই মন
তুমি ছাড়া লাগে না ভালো
একলা এই জীবন
তোমার বুকে মাথা রেখে
সুখের বাসর সাজাই
তোমার মাঝে জীবন মরন
তোমায় শুধুই চাই
তোমার বুকে মাথা রেখে
সুখের বাসর সাজাই
তোমার মাঝে জীবন মরন
তোমায় শুধুই চাই
তখন আমি হারিয়ে যাই
অথই স্রোতে মরে যাব
তবু তোমায় দেবো না হারাতে
তুমি চোখের আড়াল হলে
খুজে মরে এই মন
তুমি ছাড়া লাগে না ভালো
একলা এই জীবন
তুমি চোখের আড়াল হলে
খুজে মরে এই মন
তুমি ছাড়া লাগে না ভালো
একলা এই জীবন।।
Chokher Aral Bangla Lyrics
Tumi jokhon alto kore
Hat ta rakho ei hate
Chaya hoye pase thako
Din ki ba rate
Tokhon ami hariye jai
Othoi srote more jabo
Tobu tomay debo na harate
Tumi chokher aral hole
Khuje more ei mon