Chokher Jole ( চোখের জলে) Bangla Lyrics By Manomay Bhattacharya.

 Chokher Jole ( চোখের জলে) Bangla Lyrics By  Manomay Bhattacharya.

Chokher Jole ( চোখের জলে) Bangla Lyrics By  Manomay Bhattacharya

Song Name :  Chokher Jole

Singer :  Manomay Bhattacharya

Tune & Music :  Bickram Ghosh

Lyrics :  Subhendu Dasmunshi

Music Label :  CamelliaFilms Production

Star Cast :  Rituparna Sengupta, Abir Chatterjee, Sauraseni Maitra, Arunima Ghosh, Rajatava Dutta, Indrasish Roy

Release On :  2022-12-27

Chokher Jole Lyrics in Bengali 

চোখের জলে সাগরের স্বাদ 

সাগর ভালো লাগে 

চোখের জলে সাগরের স্বাদ 

সাগর ভালো লাগে 

অশ্রু আমার পাথর হয়েছে 

বেদনার সংরাগে 

চোখের জলে সাগরের স্বাদ 

সাগর ভালো লাগে 

চোখের জলে কত অভিমান 

জানতে চাওনি প্রিয়ে 

অশ্রু আমার পাথর হয়েছে 

তোমার বিরহ নিয়ে 

মরমে মরেছি বিরহ জ্বালায় 

সুগভীর অনুরাগে 

তোমার বিরহে এতো বেদনা 

জানতে পারিনি আগে 

চোখের জলে সাগরের স্বাদ 

সাগর ভালো লাগে 

ব্যেথা ভরা মন ধায় অনুক্ষণ 

তোমার মনের পানে 

সেই টানে মন বেদনা বয়েছে 

আমার বাধায় গানে 

তাই মোর গানে সাগরের ঢেউ 

গুমরে গুমরে জাগে 

চোখের জলে সাগরের স্বাদ 

সাগর ভালো লাগে 

অশ্রু আমার পাথর হয়েছে 

বেদনার সংরাগে 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *