Chokher Kajol (চোখের কাজল) Bangla Lyrics By Jishan Khan Shuvo.
Song : Chokher Kajol
Vocal, Lyrics And Tune : Jisan Khan Shuvo
Music : Ankur Mahamud
Guitar : Rajib Ghosh
Story And Directed by : Eagle Team
DoP : Md. Sujon
Edit : Md. Badhon
Color : Bappi
Label : Eagle Music
Chokher Kajol Bangla Lyrics
চোখের কাজল মুছে যাবে এই ভয়ে
কাঁদোনি কখনো তুমি আমার হয়ে,
ও.. চোখের কাজল মুছে যাবে এই ভয়ে
কাঁদোনি কখনো তুমি আমার হয়ে।
পচে যাওয়া দুচোখে
নামে আজ কোনো আশা,
তিলে তিলে অবহেলা
মরে যায় ভালোবাসা,
দিন শেষে রাত আসে
হয়তো ভাঙে ভুল,
কখনো থাকতে সময়
কখনো হারিয়ে কূল।
ও.. চোখের কাজল মুছে যাবে এই ভয়ে
কাঁদোনি কখনো তুমি আমার হয়ে,
ও হো হো চোখের কাজল মুছে যাবে এই ভয়ে
হুঁ.. কাঁদোনি কখনো তুমি আমার হয়ে।
আমি না হয় কেঁদে নেবো কোনো এক বর্ষা রাতে
যে রাতে তুমি রাখবে হাত অন্যের হাতে,
আমি না হয় কেঁদে নেবো কোনো এক বর্ষা রাতে
যে রাতে তুমি রাখবে হাত অন্যের হাতে ..
অনুভবে খুঁজবে আমারে
যখন আমি হয়তো অনেক দূরে,
হারিয়ে আমি তখন অনেক দূরে
যেখান থেকে কেউ কখনো আসে না ফিরে ..
হে.. চোখের কাজল মুছে যাবে এই ভয়ে
কাঁদোনি কখনো তুমি আমার হয়ে,
ও হো, চোখের কাজল মুছে যাবে এই ভয়ে
কাঁদনি কখনো তুমি আমার হয়ে।
আমি না হয় কেঁদে নেবো কোনো এক বর্ষা রাতে
যে রাতে তুমি রাখবে হাত অন্যের হাতে,
আমি না হয় কেঁদে নেবো কোনো এক বর্ষা রাতে
যে রাতে তুমি রাখবে হাত অন্যের হাতে ..
Chokher Kajol Bangla Lyrics
Chokher kajol muche jabe ei bhoye
Kandoni kokhono tumi amar hoye
Poche jaowa duchokhe
Naame aaj kono asha
Tiley tiley obohela
Morey jaay Valobasha
Din sheshe raat ashe
Hoyto vange bhul
Kokhono thakte somoy
Kokhono hariye kul