Chokher Pani Jane Tumi Chile Apon Bangla Lyrics By Samz Vai.

 Chokher Pani Jane Tumi Chile Apon Bangla Lyrics By Samz Vai. 

Chokher Pani Jane Tumi Chile Apon Bangla Lyrics By Samz Vai

Song : Chokher Pani Jane Tumi Chile Apon – চোখের পানি জানে তুমি ছিলে আপন

Singer : Samz Vai

Lyrics : Jannatara Ferdous Mila

Tune : Samz Vai

Music : ZH Babu

Edit & Colour : Akash Ahmed

Label : Antor Multimedia

Chokher Pani Jane Tumi Chile Apon Lyrics in Bengali 

আমার চোখের পানি জানে

তুমি  ছিলে আপন

তোমার জন্য বুকের ভেতর

পুড়ে হয়রে দহন

নিয়তির কাছে ভালবাসা অসহায়  

ওরে ও প্রিয়া তুমি হারালে কোথায় 

তোমার ও লাগি এ মন কেদে যায়। 

বিধাতার লিখনে তুমি 

আমার ছিলে না

তবু এ মনটা আমার 

 

কেন বোঝেনা

তুমি ছাড়া  একা আমি 

কেমনে থাকি হায়। 

মোনাজাতে চাই যে তোমায় 

খোদার খাজানায়

ওরে প্রিয়া তুমি হারালে কোথায় 

তোমার ও লাগি এ মন কেদে যায় ।

এ জীবনে  জানি তোমায়

আর তো পাবোনা

তোমার জন্য কলিজাতে 

শুধু যন্ত্রণা 

ভেঙে যাওয়া  স্বপ্নে আমি 

তোমায় খুজে যাই 

পরজনমে আমি তোমায় 

যেন পাই 

ওরে ও প্রিয়া তুমি  হারালে কোথায় 

তোমার ও লাগি এ মন কেদে যায় ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *