Chokher Polok(চোখের পলক) Bangla Lyrics By Shawon Gaanwala। Apurup Bangla Drama.
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Song : Chokher Polok
Vocal : Shawon Gaanwala
Lyrics : Sanjoy Somadder
Tune : Robin Islam
Label : Live Tech
Chokher Polok Bangla Lyrics
শিল্পীর তুলিতে তুই যে আঁকা
জোছনার রং তোর শরীরে মাখা,
শিল্পীর তুলিতে তুই যে আঁকা
জোছনার রং তোর শরীরে মাখা।
মেঘে কাটা রোদ চোখেরই তারায়
কত-শত কবিতা ঠোঁটে যে হারায়,
মেঘে কাটা রোদ চোখেরই তারায়
কত-শত কবিতা ঠোঁটে যে হারায়।
মনের যত সুর তোকেই দেখে
মুখরিত হোক ..
পড়েনা চোখের পলক
পড়েনা চোখের পলক,
পড়েনা চোখের পলক
পড়েনা চোখের পলক।।
গোলাপের ঈর্শায় ভেঙ্গে যায় বাঁধ
মাটিতে নেমে আসা একফালি চাঁদ,
গোলাপের ঈর্শায় ভেঙ্গে যায় বাঁধ
মাটিতে নেমে আসা একফালি চাঁদ।
গোধূলির সূর্য্টা রাঙ্গা হয় লাজে
ফাগুন হাওয়া তোর চুলের ভাঁজে,
একজীবনে কাটবে না
তোকে না পাওয়ার সুখ ..
পড়েনা চোখের পলক
পড়েনা চোখের পলক,
পড়েনা চোখের পলক
পড়েনা চোখের পলক।।
শিল্পীর তুলিতে তুই যে আঁকা
জোছনার রং তোর শরীরে মাখা,
মেঘে কাটা রোদ চোখেরই তারায়
কতশত কবিতা ঠোঁটে যে হারায়,
মেঘে কাটা রোদ চোখেরই তারায়
কতশত কবিতা ঠোঁটে যে হারায়,
মনের যত সুর তোকেই দেখে
মুখরিত হোক ..
ও.. পড়েনা চোখের পলক
পড়েনা চোখের পলক,
পড়েনা চোখের পলক
পড়েনা চোখের পলক।
Chokher Polok Bangla Lyrics
Shilpir tulite tui je anka
Jochonar rong tor shorire makha
Meghe kata rod chokheri taray
Kato shoto kobita thote je haray
Moner joto sur tokei dekhe
Mukhorito hok
Porena chokher polok
Golaper irshay venge jay bandh