Chol Pakhi Hoye(চল পাখি হয়ে উড়ি) Bangla Lyrics By Avraal Sahir
Chol Pakhi Hoye(চল পাখি হয়ে উড়ি) Bangla Lyrics By Avraal Sahir
Song : Chol Pakhi Hoye
Vocal : Avraal Sahir And Porshi
Lyrics : M A Alam Shuvo
Tune : Avraal Sahir
Label : Sultan Entertainment
Dhdh
Chol Pakhi Hoye Bangla Lyrics
তোকে দেখে হাসছে আকাশ
রংধনুতে সাজবে আজ
লেগেছে মনে
প্রেমের হাওয়া!
কিছু না ভেবে তোর কাছে
বলবো মনে যা আছে,
অনুভবে করি আসা যাওয়া।
কিছুটা আছে বাকি
কিছুটা চোখে রাখি
বুঝে নেনা তুই আমার!
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ফিরবো নীড়ে সন্ধ্যে হলে!
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ভালোবেসে আদর দেবো ঢেলে।
কুয়াশা কোন ভোরে
হাঁটবো একসাথে
মেঘেরা দিন হবে রঙিন
ছুলে তোর হাতে!
বলি ইশারায় তোকে চাই
ডাকি প্রিয় নামে
তোর দিকে ঘুরে ফিরে
দুচোখ এসে থামে।
কিছুটা আছে বাকি
কিছুটা চোখে রাখি
বুঝে নেনা তুই আমার!
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ফিরবো নীড়ে সন্ধ্যে হলে!
ও চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ভালোবেসে আদর দিবো ঢেলে।
হারালে খুঁজে নেব
তোকেই বারে বার
জানুক লোকে গল্প হোক
তোর আর আমার,
আনমনা মন সারাক্ষন
তোরই কথা বলে
ছায়ায় ঢেকে রাখা ফুল
মায়ার আঁচলে।
কিছুটা আছে বাকি
কিছুটা চোখে রাখি
বুঝে নেনা তুই আমার!
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ফিরবো নীড়ে সন্ধ্যে হলে!
ও চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ভালোবেসে আদর দিবো ঢেলে।
Chol Pakhi Hoye Bangla Lyrics
Toke dekhe hasche akash
Rongdhonute sajbe aj
Legeche mone premer haoya
Kichu na vebe tor kache
Bolbo mone ja ace
Anuvobe kori asa jaoya
Kichuta ache baki
Kichuta chokhe rakhi
Bujhe nena tui amar.