Chole Gecho Tate Ki(চলে গেছ তাতে কী) Bangla Lyrics By Saif Zohan
Chole Gecho Tate Ki(চলে গেছ তাতে কী) Bangla Lyrics By Saif Zohan
Song : Chole Gecho Tate Ki
Vocal : Saif Zohan
Lyrics : Saif Zohan
Music : R Joy
Chole Gecho Tate Ki Bangla Lyrics
চলে গেছো তাতে কি?
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়,
চলে গেছো তাতে কি?
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়
লোকে আমারে শুধায়…
ভালোবাসা কারে কয়?
বলোনা…
লোকে আমারে শুধায়…
ভালোবাসা কারে কয়?
বলোনা…
শুভ দৃষ্টির বিনিময়
হলে ভালোবাসা হয়
লোকে তারে ভালোবাসা কয়
আমি বলি ছলনা
এই সবই যন্ত্রনা
এগুলা ভালোবাসা নয়
লোকে আমারে শুধায়…
ভালোবাসা কারে কয়? বলোনা…
লোকে আমারে শুধায়…
ভালোবাসা কারে কয়? বলোনা…
এতক্ষন যা শুনছিলেন
সবছিলো ভাটির কথা
এখন বলছি বাস্তবতা
বেশি পয়সার বিনিময়
ভালো ফাস্টফুডে খাওয়া হয়
মেয়েরা তাকে ভালোবাসা কয়
টাকা পয়সা ফুরালে
মেয়ারা যে যায় চলে
ছেলেদের বুড়ো আঙ্গুল দেখিয়ে
লোকে আমারে শুধায়…
মানুষ কেন ধোকা খায়? বলোনা…
বিয়া হইসে তাতে কি?
হলুদে তো এসেছি
বসেছিলে মন্ডপের কোনায়…
চলে গেছো তাতে কি?
নতুন একটা পেয়েছি
তোমার চেয়ে অনেক সুন্দরি
লোকে আমারে শুধায়…
মানুষ কেন ছেকা খায়? বলোনা…
মরে গেছো তাতে কি?
জানাজায় তো এসেছি
শুয়ে রবে কবরের কোনায়
লোকে আমারে শুধায়…
মানুষ কেন মারা যায়? বলোনা…
জীবন আছে যতদিন
খেয়ে যাও গাজা ততদিন
পরে রবে ভাবের মুর্ছনায়
লোকে আমারে শুধায়…
মানুষ কেন গাজা খায়? বলোনা…
এই কন্ঠ যতদিন
গেয়ে যাব গান ততদিন
পরে রব সুরের মুর্ছনায়
লোকে আমারে শুধায়…
মানুষ কেন গান গায়? বলনা
চলে গেছো তাতে কি?
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়
চলে গেছো তাতে কি
নতুন একটা পেয়েছি
তোমার চেয়ে অনেক সুন্দরী…
Chole Gecho Tate Ki Bangla Lyrics
Cole geco tate ki
Valobese morechi
Tumi aco hridoyer aynay
Loke amare suday
Valobasa kare koy
Bolo na
Shuvo dristir binimoy
hole valo basa hoy
Loke tare valobasa koy