Choncholo Mon Amar( চঞ্চল মন আমার) Bangla Song Lyrics By Paban Das Baul.
Choncholo Mon Amar( চঞ্চল মন আমার) Bangla Song Lyrics By Paban Das Baul.
Choncholo Mon Amar গানটি গেয়েছেন Paban Das Baul। এই গানটি Real Sugar (1997) Album এর অন্যতম প্রধান গান। এবং গানটি Real World Records এর ব্যানারে প্রকাশিত হয়েছে। আশা করছি Choncholo Mon Amar গানের লিরিক্স টি ভাল লাগবে।
Song : Choncholo Mon Amar
Album : Real Sugar (1997)
Singer : Paban Das Baul
Genre : International
Styles : Indian Subcontinent Traditions
Source : Real World Records
Choncholo Mon Amar Song Lyrics
চঞ্চল মন আমার শোনে না কথা
চঞ্চল মন আমার শোনে না কথা,
চঞ্চল মন আমার শোনে না কথা
চঞ্চল মন আমার শোনে না কথা।
ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গায়
বিদেশীর সনে দিন কাটায় বৃথা,
ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গায়
বিদেশীর সনে দিন কাটায় বৃথা,
চঞ্চল মন আমার শোনে না কথা
চঞ্চল মন আমার শোনে না কথা।
শোনো ওরে মন, তোমারে বলি
আনন্দে কহ রে কালী কালী,
শোনো ওরে মন, তোমারে বলি
আনন্দে কহ রে কালী কালী,
তোমারই স্বপন ভাঙিবে তখন
তোমারই স্বপন ভাঙিবে তখন,
বুঝিবে তখন তুমি চঞ্চলতা,
চঞ্চল মন আমার শোনে না কথা,
চঞ্চল মন আমার শোনে না কথা
চঞ্চল মন আমার শোনে না কথা।
বাঁধন-ছাদন দিয়ে রাখা নাহি যায়
মন তুমি হও স্থির, ধরি তব পায়,
বাঁধন-ছাদন দিয়ে রাখা নাহি যায়
মন তুমি হও স্থির, ধরি তব পায়,
তোমারই মন্দির ভেতর বাহির
তোমারই মন্দির ভেতর বাহির,
চঞ্চল করিলে ভবা দাঁড়াবে কোথা
চঞ্চল করিলে ভবা দাঁড়াবে কোথা,
চঞ্চল মন আমার শোনে না কথা
চঞ্চল মন আমার শোনে না কথা।
ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গায়
ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গায়
বিদেশীর সনে দিন কাটায় বৃথা,
চঞ্চল মন আমার শোনে না কথা,
চঞ্চল মন আমার শোনে না কথা
চঞ্চল মন আমার শোনে না কথা।