Citkar Kore Kanna ( চিৎকার করে কান্না) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Song : Citkar Kore Kanna
Singer : Atif Ahmed Niloy
Lyrics :Atif Ahmed Niloy
Tune : Atif Ahmed Niloy
Music : AH Turjo
Label : Samsul Official
Citkar Kore Kanna Bangla Lyrics
আমার চিৎকার করে কান্না,
তুমি এখনও কি শোনো না
তোমায় ভুলে থাকাররি বায়না,
ভুলে যেতে চাই ভোলা যায় না (২ বার)
তুমি আয়না সেই আয়না,
যেখানে আমার দেখা যায় না
তুমি আয়না সেই আয়না,
যেখানে আমার খুজে পাই না (২ বার)
রোজ সকালে দুটি চোঁখে,
ঝাপসা ঝাপসা লাগে
তোমার মুখটা ভেসে ওঠে,
স্মৃতিগুলো জাগে
রোজ নিশিতে আন্ধার ঘরে,
ঘুম শুধু ভেঙে যাই
কে যেন ডাকছে আমায়,
আন্ধার দুনিয়ায়
তুমি আয়না সেই আয়না,
যেখানে আমার দেখা যায় না
তুমি আয়না সেই আয়না,
যেখানে আমার খুজে পাই না (২ বার)
কাঁদি আমি রোজ নিলিনারে খোজ,
কোন সুখে গেলি ভুলে
কি কারণে কোন দোষেতে,
গেলি দূরে চলে
কেন এতো আজ পড়ছে মনে,
তোর দেওয়া সব কথা
কাঁটা হয়ে কথাগুলো,
দিচ্ছে বুকে ব্যথা
তুমি আয়না সেই আয়না,
যেখানে আমার দেখা যায় না
তুমি আয়না সেই আয়না,
যেখানে আমার খুজে পাই না (২ বার)
আমার চিৎকার করে কান্না,
তুমি এখনও কি শোনো না
তোমায় ভুলে থাকাররি বায়না,
ভুলে যেতে চাই ভোলা যায় না (২ বার)
তুমি আয়না সেই আয়না,
যেখানে আমার দেখা যায় না
তুমি আয়না সেই আয়না,
যেখানে আমার খুজে পাই না।। (২ বার)