CoinPayU ওয়েবসাইট থেকে মাসে $10-$100 এর Bitcoin, Shiba Inu সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি আয় করুন।How To Easy Earn Money Online By Coin Pay U?

CoinPayU ওয়েবসাইট থেকে মাসে $10-$100 এর Bitcoin, Shiba Inu সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি আয় করুন।

আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ। আসা করি সবাই ভালো আছেন। 

আজকে আমরা যে ওয়েবসাইটটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো, সেই ওয়েবসাইটটির নাম হলো


www.coinpayu.com  এই সাইটটি মূলত এডভার্টাইজমেন্ট সার্ফিং ওয়েবসাইট। এখানে আপনি এড দেখে মাসে ১০০০/- থেকে ১০০০০/- পর্যন্ত আয় করতে পারবেন। ওয়েবসাইটটি খুবই বিশ্বস্ত সাইট। পেমেন্ট পাওয়া নিয়ে একদম ই চিন্তা করতে হবেনা। কিভাবে রেজিস্ট্রেশন করবেন কাজ করবেন তার সম্পর্কে নিম্নে  বিস্তারিত বর্ণনা করা হলো-

CoinPayU ওয়েবসাইট থেকে মাসে $10-$100 এর Bitcoin, Shiba Inu সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি আয় করুন।

১. রেজিস্ট্রেশন কিভাবে করবেন: জেনে রাখা ভালো যে, যে কোন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হলে আপনার একটি ভ্যালিড অর্থাৎ একটি সচল ইমেইল এড্রেস লাগবে। তারপর আপনি যাবেন লিংকে ক্লিক করে COINPAYU এর ওয়েবসাইটে। সেখানে গেলে আপনি উপরে ডানপাশে লাল গোল চিহ্ন দেওয়া REGISTER বাটনে  রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন।


REGISTER  এ ক্লিক করলে দেখতে পাবেন: ১.আপনার একটি ইউজার নেইম চাইবে, যেমন:Arif100 । এমন করে দিবেন । ২. তারপর ইমেইল এড্রেস দিবেন। ৩. পাসওয়ার্ড দিবেন (পাসওয়ার্ডটি স্ট্রং করে দিবেন। যেমন: Arif@100) ৪. পুনরায় পাসওয়ার্ড দিন। ৫. এর পর I agree এর বাম পাশের ঘরে টিক মার্ক দিন। ৬. এরপর নিচের ক্যাপচাটি পিলাপ করে রেজিস্ট্রেশনে ক্লিক করুন। ব্যাস আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এর পর আপনার মেইলে একটি লিংক গেলে সেটি ক্লিক করে আপনার একাউন্টটি একটিভ করে নিবেন।


রেজিস্ট্রেশন কমপ্লিট হলে , এইবার লগইন বাটনে ক্লিক করে আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড  দিয়ে এরপর ক্যাপচাটি ফিলআপ করে লগইন করুন।



লগইন করার পর নিচের ছবির মত ইন্টারফেস দেখতে পাবেন:


#এখানে প্রথমে পাবেন ড্যাশবোর্ড। সেখানে দেখতে পাবেন আপনি কত সাতোশি ইনকাম করেছেন বা  রেফারেল থেকে কত সাতোশি ইনকাম করেছেন।


# ড্যাশবোর্ডের পরের অপশনটি হলো ভিউ এড। ভিউ এড  এ গেলে পেয়ে যাবেন আপনার কাঙ্খিত এড। যেগুলো সার্ফিং করে আপনি সাতোশি ইনকাম করতে পারবেন। নিচের ছবিতে দেখুন ভিউ এড এ গেলে ১। সার্ফ এডি , ২। উইনডো এড, ৩। আর্টিকেল এড , ৪। ভিডিও এড, এইগুলো সার্ফ করাই আপনার কাজ। 

উপরের এড গুলো সার্ফিং করার পর আপনি অপার থেকেও ইনকাম করতে পারবেন। তবে অফার থেকে সবাই কাজ করতে পারবেন না। কারন এতে পেইড ভিপিএন লাগে। বাংলাদেশ থেকে আমরা বেশিরভাগ সাইটে সার্ভে এর কাজ করতে পারিনা। 


#পরবর্তীতে আমাদের কাছে আছে FAUCET , আমরা প্রত্যেক ১ ঘন্টা পর পর  FAUCET থেকে ৫ টি ক্রিপ্টোকারেন্সি ক্লেইম করে সামান্য সামান্য  ইনকাম করতে পারি। নিম্নের ছবিতে দেখানো হলো কিকি ক্রিপ্টো আপনি ইনকাম করতে পারবেন।


#FAUCET থেকে আপনি সাতোশি, বিট টরেন্ট , শিভা ইনু সহ আরো অনেক ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারবেন। টিক চিহ্নগুলো ভবিষ্যতে হোল্ডিং এর মাধ্যমে আপনাকে প্রচুর লাভ দিতে পারে, তাই এইগুলো টিক দিয়ে দেখালাম।

#আপনার যখন ২০০০ সাতোশি বা তার বেশি সাতোশি ইনকাম হবে, এর পর আপনি আপনার ইনকাম উইথ্র করতে পারবেন। বিভিন্ন ওয়ালেটের মাধম্যে উইথ্র করা যায়, নিম্নের ছবিতে দেখানো হলো: 


#এই ওয়ালেট গুলো ছাড়াও আরো অনেক ওয়ালেট রয়েছে, যার মাধ্যমে আপনার সাতোশিগুলো উইথ্র করতে পারবেন। আপনি ড্যাশবোর্ডে গিয়ে উইথ্র বাটনে ক্লিক করলেই অপশন গুলো দেখতে পারবেন।

# এছাড়াও এই সাইটে আপনি আপনার ইনকাম স্টেকিং করে ইনকাম করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *