Cokh Jodi Mor Ondho Hoto( চোখ যদি মোর অন্ধ হতো) Bangla Lyrics By Gogon Sakib.

 Cokh Jodi Mor Ondho Hoto( চোখ যদি মোর অন্ধ হতো) Bangla Lyrics By Gogon Sakib. 

Cokh Jodi Mor Ondho Hoto( চোখ যদি মোর অন্ধ হতো) Bangla Lyrics By Gogon Sakib.

Song Name: Cokh Jodi Mor Ondho Hoto

Singer: Gogon Sakib

Lyrics : Nh Kobi 

Music : Jami Ul Hasan 

Label: Samsul Official Music  

Release date: 29 July 2022

Cokh Jodi Mor Ondho Hoto Lyrics in Bengali 

চোখ যদি মোর অন্ধ হতো দেখতাম নারে তোরে 

অন্য কার হোলি রে তুই ভেতরটা যায় পুড়ে 

চোখ যদি মোর অন্ধ হতো দেখতাম নারে তোরে 

অন্য কার হোলি রে তুই ভেতরটা যায় পুড়ে 

বলতি যদি ছাইড়া যাবি দিতাম রে বিদায় 

শেষ দেখাটা দেখতে আসিস কবর পাড়ে আমায় 

যায় রে যায় রে যায় আমার ভালোবাসা যায় 

দূর আকাশের তারা হয়ে দেখবো রে তোমায় 

যায় রে যায় রে যায় আমার ভালোবাসা যায় 

দূর আকাশের তারা হয়ে দেখবো রে তোমায়

কার ঠিকানায় বাঁধলি রে তুই সুখের কুঁড়ে ঘর 

আমার বুকে বয়রে রোজই বয় রে দুঃখের ঝড় 

কার ঠিকানায় বাঁধলি রে তুই সুখের কুঁড়ে ঘর 

আমার বুকে বয়রে রোজই বয় রে দুঃখের ঝড় 

জ্বলছে আগুন পুড়ছে এ বুক অন্য কারো তুই 

রোজ নিশিতে তোর ছবিটা বুকে লইয়া সুই 

যায় রে যায় রে যায় আমার ভালোবাসা যায় 

দূর আকাশের তারা হয়ে দেখবো রে তোমায় 

যায় রে যায় রে যায় আমার ভালোবাসা যায় 

দূর আকাশের তারা হয়ে দেখবো রে তোমায় 

যায় রে যায় রে যায় আমার ভালোবাসা যায় 

দূর আকাশের তারা হয়ে দেখবো রে তোমায় 

যায় রে যায় রে যায় আমার ভালোবাসা যায় 

দূর আকাশের তারা হয়ে দেখবো রে তোমায় 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *