De Anondo Anondomoyee ( দে আনন্দ আনন্দময়ী) Bangla Lyrics By Debalina Sinha Roy.

 De Anondo Anondomoyee ( দে আনন্দ আনন্দময়ী) Bangla Lyrics By Debalina Sinha Roy. 

Song : De Anondo Anondomoyee

Singer : Debalina Sinha Roy 

Lyric And Tune : Traditional

Music : Dr. Tapan Roy

Music Arrangement : Nilotpal Chakraborty

Recordist : Gautam Debnath

Label : SVF Devotional

De Anondo Anondomoyee Lyrics In Bengali 

দে আনন্দ আনন্দময়ী

ওগো মা, দে আনন্দ আনন্দময়ী। 

আমার সুখ দুখ শ্যামা 

এক করে দে মা,

সুখ দুখ শ্যামা এক করে দে মা

সুখ দুখ শ্যামা এক করে দে মা,

তোর নামে হই জয়ী

যেন তোর নামে হই জয়ী,

দে আনন্দ আনন্দময়ী

ওগো মা, দে আনন্দ আনন্দময়ী।

বিপদ ভীষণ বজ্র লইয়া 

যদি পড়ে মা গো মাথায় ভাঙ্গিয়া,

বিপদ ভীষণ বজ্র লইয়া 

যদি পড়ে মা গো মাথায় ভাঙ্গিয়া,

জয় তারা বলে দুহাত তুলিয়া 

জয় তারা, 

আমি জয় তারা বলে দুহাত তুলিয়া 

মাভৈ মন্ত্র গাহি ..

দে আনন্দ আনন্দময়ী

ওগো মা, দে আনন্দ আনন্দময়ী।

তোর নামে হয় শমন দমন 

বলে শুনি মা গো, যত মহাজন,

তোর নামে হয় শমন দমন 

বলে শুনি মা গো, যত মহাজন,

আমি মা বলে ডাকিয়া মহামন্ত্র জপি 

মা .. মা .. মা …

আমি মা বলে ডাকিয়া মহামন্ত্র জপি 

মা বলে কাঁদিয়া মহামন্ত্র জপি,

মা বলে কাঁদিয়া মহামন্ত্র জপি,

আমি মা বলে ডাকিয়া মহামন্ত্র জপি

ভয় ডর মোর নাহি ..

দে আনন্দ আনন্দময়ী

ওগো মা, দে আনন্দ আনন্দময়ী।

আমার সুখ দুখ শ্যামা 

এক করে দে মা,

সুখ দুখ শ্যামা এক করে দে মা

সুখ দুখ শ্যামা এক করে দে মা,

তোর নামে হই জয়ী

যেন তোর নামে হই জয়ী,

দে আনন্দ আনন্দময়ী

ওগো মা, দে আনন্দ আনন্দময়ী

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *