Debi(দেবী) Bangla Lyrics By Adnan Asif

Debi(দেবী) Bangla Lyrics By Adnan Asif

Song : Debi

Vocal : Adnan Asif 

Lyrics : Adnan Asif 

Music : Amzad Hossain 

Label : Adnan Asif 

 

Debi Bangla Lyrics 

এই রাস্তাগুলো লাগে

বড় অচেনা.

আকাশটার সাথে নেই

জানাশোনা

এই রাস্তাগুলো লাগে

বড় অচেনা.

আকাশটার সাথে নেই

জানাশোনা

আমি তোর প্রেমেতে অন্ধ

ছিল চোখ কান সব বন্ধ

থেমে গেছে জীবনের

    ” লেনাদেনা “

সেই পুরোনো রাস্তাটাই

আজ একা একা হেটে যায়

হচ্ছেনা হিসাবের

বনিবনা

এখন এমনি করে

   ” ভালো”

কেমনি করে

     “বাসি”

অন্য কোনো পাখিকে

তার চেয়ে ভালো ছিল

       তুই

নিজ হাতে ‘খুন’ করে

যেতি আমাকে

এই দুপুর রোদের ভিড়ে

একটু ক্ষীদে পেলে

তোর নাম্বার টায়

ফোন তো আর

ঢোকে না

তুইতো জানিস ঠিক

তুই ছাড়া আমার

মুখে  অমৃতটাও

একা রোচেনা

মাঝরাতে তোর

S M S  er Tune

আমার গভীর ঘুমটাকে

আর ভাঙ্গায় না

ব্যস্ত নগরে

আমার বুকের গভীরে

তোর মাথা রাখা মন টাকে

রাঙ্গায় না

এখন এমনি শত

যন্ত্রনা

কেমনি করে বলি

অন্য কোনো সাথীকে

তার চেয়ে ভালো ছিল তুই

নিজ হাতে ‘খুন’ করে

যেতি

আমাকে

কতোনা ভালো হতো তুই

আসতি যদি ফিরে

স্বপ্ন দিয়ে মোরা এই

ভালোবাসার নীড়ে

আজীবন হয়ে রইতাম আমি

তোর “কৃতদাস”

ইহকালটাই করে দিতাম

তোর “জান্নাতে” বসবাস

ইহকালটাই করে দিতাম

তোর “জান্নাতে” বসবাস

এখন এমনি করে

    ” পূজো “

কেমনি করে দেবো !

অন্য কোনো ” দেবী” কে

তার চেয়ে ভালো ছিল তুই

নিজ হাতে ‘খুন’ করে

যেতি আমাকে।।

Debi Bangla Lyrics 

Ei rasta gulo lage

Boro ocena

Akash tar sathe

Nei jana shona

Ami tor premete obdho

Chilo chokh kan sob bondho

Theme geche jiboner

Lenadena

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *