Dhiki dhiki ( ধিকি ধিকি) Bangla Lyrics By Ikkshita Mukherjee.

 Dhiki dhiki ( ধিকি ধিকি) Bangla Lyrics By Ikkshita Mukherjee.

Dhiki dhiki ( ধিকি ধিকি) Bangla Lyrics By Ikkshita Mukherjee.

Song : Dhiki dhiki

Singer : Ikkshita Mukherjee

Music : Amit Chatterjee

Lyrics : Debaloy bhattacharya, Ritam Sen

Programming : Shubhro Bhattacharjee

Director : Debaloy Bhattacharya

Production : Maansi Entertainment

Label : SVF Music

Dhiki Dhiki Song Lyrics In Bengali 

নদীর পাড়ে উনান জ্বালি

তাহাতে দি ফুলের ডালি,

রাঁধেন বাড়েন নাউয়ের সারেন

পরাণ খানা চাঁদের ফালি,

রাঁধেন বাড়েন নাউয়ের সারেন

রাঁধেন বাড়েন নাউয়ের সারেন

পরাণ খানা চাঁদের ফালি। 

ধিকি ধিকি তারার দাফন

সারা রাতি জাগা,

পিয়ার আশে খুলেছি চোখ

চোখ খাইল কাগা। 

খাস খলিজা বুকের আগুন ..

হক কথা কয় গুরু ঠাকুর,

খাস খলিজা বুকের আগুন

হক কথা কয় গুরু ঠাকুর,

রাইধা বাইরা খাইতে দিলুম

রাইধা বাইরা খাইতে দিলুম

শুনব না তোর ও জোর জুলুম। 

ধিকি ধিকি তারার দাফন

সারা রাতি জাগা,

পিয়ার আশে খুলেছি চোখ

চোখ খাইল কাগা। 

সাজাই দিমু এক থালি জুঁই ..

সঙ্গে সাজাই আমার ললাট,

সাজাই দিমু এক থালি জুঁই

সঙ্গে সাজাই আমার ললাট,

বিছাই দি শীতলপাটি

বিছাই দি শীতলপাটি

তার নিচে মোর গড়ের মাটি। 

ধিকি ধিকি তারার দাফন

সারা রাতি জাগা,

পিয়ার আশে খুলেছি চোখ

চোখ খাইল কাগা। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *