Din Furiye Jay (দিন ফুরিয়ে যায়) Bangla Lyrics By Humayra Afrin Era.
Song : Din Furiye Jay
Singer: Humayra Afrin Era
Lyrics & Tune : Manirul Alam Manir
Sound Design : Mahdi Hasan
Song Direction : Hasnahena Afrin
Producer : Abdul Awal
Video Direction : Tanvir Khan
Presented By : Hasnahena Afrin Offic
Din Furiye Jay Gojol Bangla Lyrics
দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়
দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়
এই চোখ জুড়ানো বাড়ি গাড়ি
আদর সোহাগ টাকা কড়ি
এই চোখ জুড়ানো বাড়ি গাড়ি
আদর সোহাগ টাকা কড়ি
ছেড়ে যাওয়ার আদেশ জানি
কখন এসে যায়
ভাবলে পশম কাঁটা সাজে
আমার সারা গায়
দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়
দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়
জমিদারের জমি আছে
জমিদার আর নাই
যাওয়া আসার এই খেলাতে
হিসাব খুঁজে যাই
জমিদারের জমি আছে
জমিদার আর নাই
যাওয়া আসার এই খেলাতে
হিসাব খুঁজে যাই
বাতি বিহীন আঁধার ঘরের
শেষ ঠিকানাতে
সঙ্গী বিহীন যেতে হবে
যখন শেষ বিদায় ।
দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়
দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়
সঙ্গে যাবে সাদা কাফন
আর যাবে আমল
যেমন কর্ম তেমন করে
পেয়ে যাবে ফল
সঙ্গে যাবে সাদা কাফন
আর যাবে আমল
যেমন কর্ম তেমন করে
পেয়ে যাবে ফল
ভেবে দেখার এইতো সময়
বেলা বয়ে যায়
কেউ রবেনা সারাজীবন
এইনা ভবের নায়
দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়
দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়
এই চোখ জুড়ানো বাড়ি গাড়ি
আদর সোহাগ টাকা কড়ি
এই চোখ জুড়ানো বাড়ি গাড়ি
আদর সোহাগ টাকা কড়ি
ছেড়ে যাওয়ার আদেশ জানি
কখন এসে যায়
ভাবলে পশম কাঁটা সাজে
আমার সারা গায়
দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়
দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়
দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়।।