Dine Dine Tui (দিনে দিনে তুই) Bangla Lyrics By Jubin Nautiyal.
Song : Dine Dine Tui
Singer : Jubin Nautiyal
Music : Jeet Gannguli
Lyrics : Prasen
Music Label : Surinder Films
Starring : Yash, Priyanka, Anindya Chattopadhyay, Bharat Kaul, Ambarish Bhattacharya & others
Release On : 16 November 2022
Dine Dine Tui Bangla Lyrics
দিনে দিনে তুই
মনে মনে তুই
দেখাস কত রং
আমিও তো তোর
খুশির খবর
আমারি থাক বরং (২)
আকাশে তোর আমারি মেঘ
আমারই প্রেম আমার আবেগ
শুধু তোকেই ঘিরে।. হুম…
পাশাপাশি আয়,
ভালোবাসি আয়
তোকেই সারাদিন
চোখে চোখে তোর
কত যে আদর
সবই কি রঙিন (২)
আকাশে তোর, আমারি মেঘ
আমারই প্রেম, আমার আবেগ
শুধু তোকেই ঘিরে। হুম…
দিনে দিনে তুই
মনে মনে তুই
দেখাস কত রং
আমিও তো তোর
খুশির খবর
আমারি থাক বরং।।