Diye Geli Betha (দিয়ে গেলি ব্যথা) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Diye Geli Betha
Singer : Gogon Sakib
Lyrics : Mamun Afnan Rumi
Tune : Anim Khan
Label : S Track Music
Diye Geli Betha Bangla Lyrics
আমারে তুই ছাইড়া যাবি
ভাবতে পারি নাই
কিসের আশায় পর করিলি
একটু জানতে চাই
আমারে তুই ছাইড়া যাবি
ভাবতে পারি নাই
কিসের আশায় পর করিলি
একটু জানতে চাই
তোকে ভেবে ঘুম আসেন না
কান্না করি রোজ
কোন সুখেতে হারাই গেলি
আমায় করে নিখোঁজ
ভালোবাসা বুঝলি না তুই
দিয়া গেলি ব্যথা
জানতাম না রে সবই ছিলো
তোরই মিথ্যা কথা
ভালোবাসা বুঝলি না তুই
দিয়া গেলি ব্যথা
জানতাম না রে সবই ছিলো
তোরই মিথ্যা কথা
আমার মনে কষ্ট ভরা
তোর মনেতে সুখ
এক জীবনে তুই যে আমার
দুঃখ নামের অসুখ
আমার মনে কষ্ট ভরা
তোর মনেতে সুখ
এক জীবনে তুই যে আমার
দুঃখ নামের অসুখ
আপন মানুষ পর করিয়া
পর করিলি আপন
তোর ছলনায় নষ্ট হইলো
আমার অবুঝ মন
ভালোবাসা বুঝলি না তুই
দিয়া গেলি ব্যথা
জানতাম না রে সবই ছিলো
তোরই মিথ্যা কথা
ভালোবাসা বুঝলি না তুই
দিয়া গেলি ব্যথা
জানতাম না রে সবই ছিলো
তোরই মিথ্যা কথা।।