Duare Aishache palki ( দুয়ারে আইসাছে পালকি) Bangla Lyrics By Abu Rayhan.

 Duare Aishache palki ( দুয়ারে আইসাছে পালকি) Bangla Lyrics By Abu Rayhan.

Duare Aishache palki ( দুয়ারে আইসাছে পালকি) Bangla Lyrics By Abu Rayhan.

Song : Duare Aishache palki 

Singer : Abu Rayhan 

Lyric : Abdul Alim 

Tune : Abdul Alim 

Video : Nasheed Film 

Dop : Mamun Khan 

Video Editing : Imran 

Label : Nasheed Records 

Duare Aishache palki Bangla Lyrics 


দুয়ারে আইছাছে পালকি

নাই উড়ে যাও তোলো রে তোলো

মুখে আল্লাহর রাসূল সবে বল

মুখে আল্লাহর রাসূল সবে বল

দুয়ারে আইছাছে পালকি

নাই উড়ে যাও তোলো রে তোলো

মুখে আল্লাহর রাসূল সবে বল

মুখে আল্লাহর রাসূল সবে বল

ও মুখে আল্লাহর মুখে আল্লাহর

মুখে আল্লাহর সবে বল

মুখে আল্লাহর সবে বল

দুই কান্দে ছিল যে তোমার দুইটা পাহারা

তোমারে একা থুইয়া পলায় যে তাহারা

দুই কান্দে ছিল যে তোমার দুইটা পাহারা

তোমারে একা থুইয়া পলায় যে তাহারা

তোমার আর আফ 

ঠোটোরি নয় দরজা

বন্ধ যে হই হই মুখে আল্লাহর

 রাসূল সবে বল

দুয়ারে আইছাছে পালকি

নাই উড়ে যাও তোলো রে তোলো

মুখে আল্লাহর রাসূল সবে বল

দুয়ারে আইছাছে পালকি

নাই উড়ে যাও তোলো রে তোলো

মুখে আল্লাহর রাসূল সবে বল

ও মুখে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল

আল্লাহ রাসুল আল্লাহ রাসুল সবে বল

মুখে আল্লাহর রাসূল সবে বল

দিবানিশি যে ছয় জননা দিত কুমন্ত্রণা

আজ তাহারা কোথায় গেল

ভাব দেখি রে মনা

দিবানিশি যে ছয় জননা দিত কুমন্ত্রণা

আজ তাহারা কোথায় গেল

ভাব দেখি রে মনা

ফেরেশতা আসিয়া যখন

জিজ্ঞাসা করিবে

দিন কি তোমার মাবুদ

কিবা তখন কি বললি বে

ফেরেশতা আসিয়া যখন

জিজ্ঞাসা করিবে

দিন কি তোমার মাবুদ

কিবা তখন কি বললি বে

ওরে আল্লাহ ছাড়া মাবুদ নাই রে

জবানে তাই বল রে বল রে

মুখে আল্লাহর রাসূল সবে বল

মুখে আল্লাহর রাসূল সবে বল

মুখে আল্লাহর রাসূল সবে বল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *