Dubi Vashi(ডুবি ভাসি) Bangla Lyrics By Salman Jaim। Tomar preme Bazzi New Bangla Natok By Mushfiq R Farhaan.

 

Dubi Vashi(ডুবি ভাসি) Bangla Lyrics By Salman Jaim। Tomar preme Bazzi New Bangla Natok By Mushfiq R Farhaan. 

Song : Dubi Vashi

Vocal : Salman Jaim 

Lyrics : Ahmed Risvy

Tune : & Music : Ahmed Humayun 

Label : CD Choice 

Dubi Vashi Bangla Lyrics 

অনুভুতি গুলো সব 

থমকে থাকে 

দেখে তোমায় কেন জানিনা

চেনা কলরব চেনা মুখ সব 

লাগে অচেনা কেন জানিনা 

দুচোখ আমার 

খোজে তোমায় সবখানে 

কেন বদলে যাচ্ছি আমি 

দিনেদিনে 

ডুবি ভাসি, ভাসি ডুবি

কেন তোমার প্রেমে খুবই

 ডুবি ভাসি, ভাসি ডুবি

কেন তোমার প্রেমে খুবই

আমার প্রহরগুলো 

হয় কেন এলোমেলো 

অস্থির চারিপাশ 

সপ্ন দেখেনা যে 

তার মনে কেন আজ 

মেঘ চাস আবার 

দুচোখ আমার 

খোজে তোমায় সবখানে 

কেন বদলে যাচ্ছি আমি 

দিনেদিনে 

ডুবি ভাসি, ভাসি ডুবি

কেন তোমার প্রেমে খুবই

 ডুবি ভাসি, ভাসি ডুবি

কেন তোমার প্রেমে খুবই

জোনাকির আলো জেলে 

তোমার কথা বলে 

কাটেনা তো মায়ার ঘোর

এ হৃদয় শুধু তুমি 

বেখেয়ালি এই আমি 

তোমার প্রেমে বিভোর 

দুচোখ আমার 

খোজে তোমায় সবখানে 

কেন বদলে যাচ্ছি আমি 

দিনেদিনে 

ডুবি ভাসি, ভাসি ডুবি

কেন তোমার প্রেমে খুবই

 ডুবি ভাসি, ভাসি ডুবি

কেন তোমার প্রেমে খুবই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *