Dukher Karagar(দুখের কারাগার) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Dukher Karagar
Vocal : Gogon Sakib
Lyrics : Md Miraz Masud
Music : Raaz Hridoy
Label : Lionic Music
Dukher Karagar Bangla Lyrics
সুযোগ বুঝে পোষা পাখি
উড়াল দিলো হায়
পাখি আমার বাস করে আজ
অন্যেরই খাচায়
সুযোগ বুঝে পোষা পাখি
উড়াল দিলো হায়
পাখি আমার বাস করে আজ
অন্যেরই খাচায়
আমায় ছন্যছাড়া দিশেহারা
বানাইলো রে পাখি
আজ ভেতর ঘরের নষ্ট সবই
মরন শুধু বাকী
যে হৃদয়ে ছিল পাখি
সে হৃদয় আজ শুন্য
সেখানে আজ বসত করে
নেশা নামের পন্য
যে হৃদয়ে ছিল পাখি
সে হৃদয় আজ শুন্য
সেখানে আজ বসত করে
নেশা নামের পন্য
সপ্ন আমার ভেঙে যে সব
হলো রে চুরমার
ভালোবেসে পেলাম শেষে
দুখের কারাগার
সুখের সময় ছিলো সবাই
হইছি এখন একা
সুখের পথে বিধলো কাটা
দুঃখ দিলো দেখা
সুখের সময় ছিলো সবাই
হইছি এখন একা
সুখের পথে বিধলো কাটা
দুঃখ দিলো দেখা
দুখের সাগরেতে এখন
সাতরাত্রাইয়া বেরাই
যেই সাগরের নাই রে কোন
কুল কিনারা নাই
যে হৃদয়ে ছিল পাখি
সে হৃদয় আজ শুন্য
সেখানে আজ বসত করে
নেশা নামের পন্য
যে হৃদয়ে ছিল পাখি
সে হৃদয় আজ শুন্য
সেখানে আজ বসত করে
নেশা নামের পন্য
সপ্ন আমার ভেঙে যে সব
হলো রে চুরমার
ভালোবেসে পেলাম শেষে
দুখের কারাগার
যে হৃদয়ে ছিল পাখি
সে হৃদয় আজ শুন্য
সেখানে আজ বসত করে
নেশা নামের পন্য
যে হৃদয়ে ছিল পাখি
সে হৃদয় আজ শুন্য
সেখানে আজ বসত করে
নেশা নামের পন্য
সপ্ন আমার ভেঙে যে সব
হলো রে চুরমার
ভালোবেসে পেলাম শেষে
দুখের কারাগার
যে হৃদয়ে ছিল পাখি
সে হৃদয় আজ শুন্য
সেখানে আজ বসত করে
নেশা নামের পন্য
যে হৃদয়ে ছিল পাখি
সে হৃদয় আজ শুন্য
সেখানে আজ বসত করে
নেশা নামের পন্য।।
Dukher Karagar Bangla Lyrics
Sujog bujhe posha pakhi
Ural dilo hay
Pakhi amar bash kore aj
Onneri khachay
Amay chonno chara dishe hara
Banailo re pakhi
Aj vetor ghorer nosto sobi
Moron sudhu baki
Je hridoye chilo pakhi
Se hridoy aj shunno
Sekhane aj bosot kore
Nesha namer ponno