Dukher Moron (দুখের মরন) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Dukher Moron
Singer : Gogon Sakib
Lyrics & Tune : Alex Abdus Salam
Music : Munshi Jewel
Label : Samsul Official
Dukher Moron Bangla Lyrics
তুই কার শহরের আতশবাজির
সুখেরই কারণ
আমারে তুই দিয়া গেলি
দুখেরই মরন
তোর চোখেতে মায়া ছিলো
অন্তরে তে বিশ
একমনেতে বলনা রে তুই
কয়জনা রাখিস
তুই করলি ছলনা
আমার জানা ছিলো না
সুখের আশা কাইরা বুকে
দিলি যন্ত্রণা
তুই করলি ছলনা
আমার জানা ছিলো না
সুখের আশা কাইরা বুকে
দিলি যন্ত্রণা
তোর মায়াতে দুচোখ আমার
মমের মতো গলে
কেমন করে থাকিস ভালো
আমারে তুই ভুলে
তোর মায়াতে দুচোখ আমার
মমের মতো গলে
কেমন করে থাকিস ভালো
আমারে তুই ভুলে
তোর মনেতে মনটা রাখা
ছিল আমার ভুল
তোর মায়াতে পুরে আমি
দিচ্ছি তার মাশুল
তুই করবি ছলনা
আমার জানা ছিলো না
সুখের আশা কাইরা বুকে
দিলি যন্ত্রণা
তুই করবি ছলনা
আমার জানা ছিলো না
সুখের আশা কাইরা বুকে
দিলি যন্ত্রণা