Dukhi Ma (দুঃখী মা) Bangla Lyrics By Akash Mahmud.
Song : Dukhi Ma
Singer : Akash Mahmud
Lyrics & Tune : Shah Milad
Label : Akash Dream Music
Dukhi Ma Bangla Lyrics
শাখা বোরাক নদীর তীরে
ছোট্ট একটি গা
সেই গায়েতে বসত করে
আমার দুঃখী মা
শাখা বোরাক নদীর তীরে
ছোট্ট একটি গা
সেই গায়েতে বসত করে
আমার দুঃখী মা
মায়ের লাগি সদাই আমার
মায়ের লাগি সদাই আমার
কান্দে রে অন্তর
বলো রে দোসর
কেমন আছে মা জননী
জানিলে খবর
তোমরা বলো রে দোসর
কেমন আছে মা জননী
জানিলে খবর
ছোট বেলায় মা যে আমার
মাথায় হাত রাখিয়া
ঘুম পারাইতো ঘুম পারানির
রুপ কথা শুনাইয়া
ছোট বেলায় মা যে আমার
মাথায় হাত রাখিয়া
ঘুম পারাইতো ঘুম পারানির
রুপ কথা শুনাইয়া
মাথায় হাত রাখিলে আমার
মাথায় হাত রাখিলে আমার
জুড়াইতো অন্তর
বলো রে দোসর
কেমন আছে মা জননী
জানিলে খবর
তোমরা বলো রে দোসর
কেমন আছে মা জননী
জানিলে খবর
কিশোর কাটে আমার মায়ের
দুটি চোখের কোনে
অনেক বড় হবে যাদু
আশা সংগোপনে
কিশোর কাটে আমার মায়ের
দুটি চোখের কোনে
অনেক বড় হবে যাদু
আশা সংগোপনে
কতো আশায় বুক বান্ধিয়া
কতো আশায় বুক বান্ধিয়া
করিতো আদর
বলো রে দোসর
কেমন আছে মা জননী
জানিলে খবর
তোমরা বলো রে দোসর
কেমন আছে মা জননী
জানিলে খবর
যৌবনে আসিয়া আমি
হইলাম পরবাস
সুখের সপ্ন নিয়া মায়ের
কাটে বারোমাস
যৌবনে আসিয়া আমি
হইলাম পরবাস
সুখের আশা নিয়া মায়ের
কাটে বারোমাস
শাহ মিলাদে কয় মায়ের জন্য
শাহ মিলাদে কয় মায়ের জন্য
দুঃখই নিরন্তর
বলো রে দোসর
কেমন আছে মা জননী
জানিলে খবর
তোমরা বলো রে দোসর
কেমন আছে মা জননী
জানিলে খবর
শাখা বোরাক নদীর তীরে
ছোট্ট একটি গা
সেই গায়েতে বসত করে
আমার দুঃখী মা
মায়ের লাগি সদাই আমার
মায়ের লাগি সদাই আমার
কান্দে রে অন্তর
বলো রে দোসর
কেমন আছে মা জননী
জানিলে খবর
তোমরা বলো রে দোসর
কেমন আছে মা জননী
জানিলে খবর।।