E Kemon Valobasa (এ কেমন ভালোবাসা) Bangla Lyrics By FA Sumon.
Song : E Kemon Valobasa
Vocal : FA Sumon
Lyrics : Ashraful Haque Turon
Tune : Avi Akas
Music : Rezwan Sheikh
Label : Suranjoli
E Kemon Valobasa Bangla Lyrics
যাবার যদি ছিল যাবার আগে
মুখ খুলে দুটি কথাও বল্লেনা
যাবার যদি ছিল যাবার আগে
মুখ খুলে দুটি কথাও বল্লেনা
একটি বার ওগো
একটি বার
চোখের পাতা টাও খুললে না
খুললে না
যাবার যদি ছিল যাবার আগে
মুখ খুলে দুটি কথাও বল্লেনা
কতো বার বুকে টেনে নিয়েছি
তোমার কানে কানে ডেকেছি
কতো বার বুকে টেনে নিয়েছি
তোমার কানে কানে ডেকেছি
জাগো জাগো দুটি আখি খোল
জাগো জাগো দুটি আখি খোল
একটি বার ও তুমি শুনলে না
তুমি শুনলে না
যাবার যদি ছিল যাবার আগে
মুখ খুলে দুটি কথাও বল্লেনা
এ কেমন ভালোবাসা ছিল গো
সাথি মোর হাত ছেড়ে যাবে গো
এ কেমন ভালোবাসা ছিল গো
সাথি মোর হাত ছেড়ে যাবে গো
কথা দিয়ে কেন চিরদিনে
কথা দিয়ে কেন চিরদিনে
এইটুক কথা কেন রাখলে না
রাখলে না
যাবার যদি ছিল যাবার আগে
মুখ খুলে দুটি কথাও বল্লেনা।।