E Kemon Valobasa (এ কেমন ভালোবাসা) Bangla Lyrics By FA Sumon.

 

E Kemon Valobasa (এ কেমন ভালোবাসা) Bangla Lyrics By FA Sumon. 

Song : E Kemon Valobasa

Vocal : FA Sumon 

Lyrics : Ashraful Haque Turon

Tune : Avi Akas

Music : Rezwan Sheikh 

Label : Suranjoli

E Kemon Valobasa Bangla Lyrics 

যাবার যদি ছিল যাবার আগে 

মুখ খুলে দুটি কথাও বল্লেনা 

যাবার যদি ছিল যাবার আগে 

মুখ খুলে দুটি কথাও বল্লেনা 

একটি বার ওগো 

একটি বার 

চোখের পাতা টাও খুললে না

খুললে না

যাবার যদি ছিল যাবার আগে 

মুখ খুলে দুটি কথাও বল্লেনা 

কতো বার বুকে টেনে নিয়েছি

তোমার কানে কানে ডেকেছি

কতো বার বুকে টেনে নিয়েছি

তোমার কানে কানে ডেকেছি

জাগো জাগো দুটি আখি খোল

জাগো জাগো দুটি আখি খোল

একটি বার ও তুমি শুনলে না 

তুমি শুনলে না 

যাবার যদি ছিল যাবার আগে 

মুখ খুলে দুটি কথাও বল্লেনা 

এ কেমন ভালোবাসা ছিল গো 

সাথি মোর হাত ছেড়ে যাবে গো

এ কেমন ভালোবাসা ছিল গো 

সাথি মোর হাত ছেড়ে যাবে গো

কথা দিয়ে কেন চিরদিনে

কথা দিয়ে কেন চিরদিনে

এইটুক কথা কেন রাখলে না 

রাখলে না 

যাবার যদি ছিল যাবার আগে 

মুখ খুলে দুটি কথাও বল্লেনা।। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *