Edin Aji Kon Ghore Go Bangla Song Lyrics By Srabani Sen.
Edin Aji Kon Ghore Go Bangla Song Lyrics By Srabani Sen.
সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Edin Aji Kon Ghore Go গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Edin Aji Kon Ghore Go গানের লিরিক্স তুলে ধরলাম। এই গানটি গেয়েছেন Srabani Sen। গানের লিরিক্স দিয়েছেন Rabindranath Tagore। এবং গানটি Beethoven Records এর YouTube চ্যানেলে প্রকাশিত হয়েছে। আশা করছি Edin Aji Kon Ghore Go গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Song : Edin Aji Kon Ghore Go
Lyrics : Rabindranath Tagore
Singer : Srabani Sen
Taal : Dadra
Parjaay : Puja-310
Upa-parjaay : Aanondo
Label : Beethoven Records
Edin Aji Kon Ghore Go Song Lyrics
এদিন আজি কোন ঘরে গো
খুলে দিল দ্বার,
আজি প্রাতে সূর্য ওঠা আ..
সফল হল কার।
এদিন আজি কোন ঘরে গো
খুলে দিল দ্বার,
আজি প্রাতে সূর্য ওঠা আ..
সফল হল কার।
কাহার অভিষেকের তরে
সোনার ঘটে আলোক ভরে,
কাহার অভিষেকের তরে
সোনার ঘটে আলোক ভরে,
উষা কাহার,
উষা কাহার আশিস বহি হল আঁধার পার
আজি প্রাতে সূর্য ওঠা আ..
সফল হল কার।
এদিন আজি কোন ঘরে গো
খুলে দিল দ্বার,
আজি প্রাতে সূর্য ওঠা আ..
সফল হল কার।
বনে বনে ফুল ফুটেছে
দোলে নবীন পাতা,
কার হৃদয়ের মাঝে হলো
তাদের মালা গাঁথা।
বনে বনে ফুল ফুটেছে
দোলে নবীন পাতা,
কার হৃদয়ের মাঝে হলো
তাদের মালা গাঁথা।
বহু যুগের উপহারে
বরণ করি নিল কারে,
বহু যুগের উপহারে
বরণ করি নিল কারে,
কার জীবনে,
কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার
আজি প্রাতে সূর্য ওঠা আ..
সফল হল কার।
এদিন আজি কোন ঘরে গো
খুলে দিল দ্বার,
আজি প্রাতে সূর্য ওঠা আ..
সফল হল কার।