Ei Buke Tumi (এই বুকে তুমি) Bangla Lyrics By Akash Mahmud.

 

Ei Buke Tumi (এই বুকে তুমি) Bangla Lyrics By Akash Mahmud. 

Song : Ei Buke Tumi

Vocal : Akash Mahmud & Priyanka Priya

Lyrics : Farjana Sumi

Music : Akash Mahmud 

Label : Times music station 

Ei Buke Tumi Bangla Lyrics 

অঙ্গ তোমার দুধে আলতা জানি

হরিনী চোখ মুখে মায়ার খনি

অঙ্গ তোমার দুধে আলতা জানি

হরিনী চোখ মুখে মায়ার খনি

রুপেতে আগুন জলে 

হাসিতে মুক্তা ঝরে 

ও তোমায় দেখলে মনে বলে

এ বুকে টানি

অঙ্গ তোমার দুধে আলতা জানি

হরিনী চোখ মুখে মায়ার খনি

বুঝি তোমার বাহানা

ধরা আমি দেব না

মিস্টি মিস্টি কথায় ওগো 

ভোলাতো যাবেনা 

বুঝি তোমার বাহানা

ধরা আমি দেব না

মিস্টি মিস্টি কথায় ওগো 

ভোলাতো যাবেনা 

তোমার নরম হাতে রেশমি চুরি 

বাজে রিমিঝিমি 

ও সেই সুরেরই মায়ার টানে 

পাগল হলাম আমি 

অঙ্গ তোমার দুধে আলতা জানি

হরিনী চোখ মুখে মায়ার খনি

সহজে পেয়ে গেলে 

সহজে যাবি ফেলে 

এই দুটি হাত ধরলে কিন্তু 

ছাড়তে দেবনা

ও সহজে পেয়ে গেলে 

সহজে যাবি ফেলে 

এই দুটি হাত ধরলে কিন্তু 

ছাড়তে দেবনা

কি মাটি দিয়ে খোদা ওগো 

বানাইছে তোমায়

ও কোথায় গেলে আমার হবে

বলোনা আমায়

অঙ্গ তোমার দুধে আলতা জানি

হরিনী চোখ মুখে মায়ার খনি

অঙ্গ তোমার দুধে আলতা জানি

হরিনী চোখ মুখে মায়ার খনি

রুপেতে আগুন জলে 

হাসিতে মুক্তা ঝরে 

ও তোমায় দেখলে মনে বলে

এ বুকে টানি

অঙ্গ তোমার দুধে আলতা জানি

হরিনী চোখ মুখে মায়ার খনি।।

Ei Buke Tumi Bangla Lyrics

Ongo tomar dudhe alta jani

Horini chokh mukhe mayar khoni

Ongo tomar dudhe alta jani

Horini chokh mukhe mayar khoni

Rupete agun jole 

Hasite mukta jhore

O tomay dekhle mone bole

E buke tani

Ongo tomar dudhe alta jani

Horini chokh mukhe mayar khoni.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *