Ei Mon Jatona Pirit ki (এই মন যাতনা পিরিত কি) Bangla Lyrics By Ohornishi Band Team.
Ei Mon Jatona Pirit ki (এই মন যাতনা পিরিত কি) Bangla Lyrics By Ohornishi Band Team.
Song : Ei Mon Jatona Pirit ki
Singer : Ohornishi Band
Lyrics : Collected
Label : Ohornishi Team
Ei Mon Jatona Pirit ki Lyrics
এই মন যাতনা পিরিত কি
তুই আমারে সিখাইলি
এখন কেনো দুরে দুরে
পালাইয়া বেরাস
ভালবাসা কি জিনিস
তুই আমারে বুঝাইলি
এখন কেনো আড়ালে
লুকাইয়া বেরাস
আমারে আগের মত
ভালবাইসা যা না রে
ভালবাসার নেশা আমার
পুরা দমে পাইছে রে
সজনী আগের মত
ভালবাইসা যা না রে
ভালবাসার নেশা আমার
পুরা দমে পাইছেরে
পিরিতি শিখাইয়া
ভালবাসায় মজাইয়া
আমারে একলা রাইখা
দুরে রইলি রে
কেমনে বন্ধু আমার
এত পাশান হইলিরে
আমারে ভুইলা গেলি
এত সহজে
এ কেমন নেশার বড়ি
আমারে খাওয়াইলি রে
দু’চোখে তোরে ছাড়া
কিছুই দেখতে পাইনা রে
আমারে আগের মত
ভালবাইসা যা না রে
ভালবাসার নেশা আমার
পুরা দমে পাইছে রে
তোর প্রেমে পরিয়া
অন্তর টারে ছিড়িয়া
যত ভালবাসা ছিল
তোরে দিয়া দিলাম
এখন আমি কি করি হায়
ভালবাসা বিহনে
আমার এ শুন্য হৃদয়
তালা দিলাম
এ কেমন খড়ার মাঝে
আমারে ফালাইলি রে
হৃদয়টা সুকাইয়া গেছে
চোখেতে নাই পানি রে
আমারে আগের মত
ভালবাইসা যা না রে
ভালবাসার নেশা আমার
পুরা দমে পাইছেরে।।