Ei Mon Jatona Pirit ki (এই মন যাতনা পিরিত কি) Bangla Lyrics By Ohornishi Band Team.

 Ei Mon Jatona Pirit ki (এই মন যাতনা পিরিত কি) Bangla Lyrics By Ohornishi Band Team.

Song : Ei Mon Jatona Pirit ki

Singer : Ohornishi Band 

Lyrics : Collected

Label : Ohornishi Team 

Ei Mon Jatona Pirit ki Lyrics

এই মন যাতনা পিরিত কি

তুই আমারে সিখাইলি

এখন কেনো দুরে দুরে

পালাইয়া বেরাস

ভালবাসা কি জিনিস

তুই আমারে বুঝাইলি

এখন কেনো আড়ালে

লুকাইয়া বেরাস

আমারে আগের মত

ভালবাইসা যা না রে

ভালবাসার নেশা আমার

পুরা দমে পাইছে রে

সজনী আগের মত

ভালবাইসা যা না রে

ভালবাসার নেশা আমার

পুরা দমে পাইছেরে

পিরিতি শিখাইয়া

ভালবাসায় মজাইয়া

আমারে একলা রাইখা

দুরে রইলি রে

কেমনে বন্ধু আমার

এত পাশান হইলিরে

আমারে ভুইলা গেলি

এত সহজে

এ কেমন নেশার বড়ি

আমারে খাওয়াইলি রে

দু’চোখে তোরে ছাড়া

কিছুই দেখতে পাইনা রে

আমারে আগের মত

ভালবাইসা যা না রে

ভালবাসার নেশা আমার

পুরা দমে পাইছে রে

তোর প্রেমে পরিয়া

অন্তর টারে ছিড়িয়া

যত ভালবাসা ছিল

তোরে দিয়া দিলাম

এখন আমি কি করি হায়

ভালবাসা বিহনে

আমার এ শুন্য হৃদয়

তালা দিলাম

এ কেমন খড়ার মাঝে

আমারে ফালাইলি রে

হৃদয়টা সুকাইয়া গেছে

চোখেতে নাই পানি রে

আমারে আগের মত

ভালবাইসা যা না রে

ভালবাসার নেশা আমার

পুরা দমে পাইছেরে।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *