Ei Obelay (এই অবেলায়) Bangla Lyrics By Shironamhin
Ei Obelay (এই অবেলায়) Bangla Lyrics By Shironamhin
Song : Ei Obelay
Vocal : Shironamhin Band Team
Lyrics : Ziaur Rahman
Tune : Kazy Ahmed Shafin
Label : Shironamhin
Ei Obelay Bangla Lyrics
এই অবেলায় তোমারই আকাশে
নীরব আপসে ভেসে যায়
সেই ভীষণ শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়
কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়
সেই কবেকার ভায়োলিন
বেজে যায় কতদিন
প্রাণে চাপা ঢেউ
দেখেনি আর কেউ
কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানি না কী কষ্টে এই অবেলায়
তবুও নির্বাসন বাসর সাজিয়ে
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়
ঘুণে খাওয়া মেঘে
কালো হয়ে যায় এ হৃদয় যখন
একা একা শুধু অকারণেই
ঝরে বৃষ্টি এমন
আজও তাই অবাক রঙে এঁকে যাই
সাদা কালো রঙ মাখা
ফানুসের মুহূর্ত রাঙাই
ভীষণ কালো মেঘ পুড়ে ছাই
আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোখ
তবুও সাজাই
এই সন্ধ্যায় দু’চোখ সাগরে
বুকের পাঁজরে ভেসে যায়
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়
এই অবেলায় তোমারই আকাশে
নীরব আপসে ভেসে যায়
সেই ভীষণ শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়
কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।।
Ei Obelay Bangla Lyrics
Ei obelay tomari akashe
Nirob aposhe vese jay
Sei vishion sitol veja chokh
Kokhono dekhai ni tomay
Kew kothao valo nei jeno