Ei Veja Borshay (এই ভেজা বর্ষায়) Bangla Lyrics By Saif Zohan.
Song : Ei Veja Borshay
Singer : Saif Zohan
Music : Shovon Roy
Lyrics : Saif Zohan
Music Label : Saif Zohan
Release On : 5 November 2022
Ei Veja Borshay Bangla Lyrics
এই ভেজা বরষায়
মন তাকে ফিরে চায়
কাদা ছেটা গল্প গুলো
ভেবে লাগে অসহায়
এই ভেজা বরষায়
তাকে ভোলা বড় দায়
নীর হারা পাখিদের মত
যেন আমি নিরুপায়
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়
আকাশের বুকে জমা মেঘেদের মত
এই বুকে জমা আছে অগনিত ক্ষত (২)
বৃষ্টির ঠিক আগে বয়ে যাওয়া হাওয়া
ভাবায় তার আমার পাওয়া না পাওয়া
সেই হাওয়া ছুয়ে যায়
স্মৃতি গুলো ধুয়ে যায়
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়
বৃষ্টির বিকেলের আসমানি দুখ
ভাবায় আমায় তোর মিলনের সুখ (২)
সহজতো ছিলনা একসাথে হাটা
যে মিলনে খুশি নয় স্বয়ং বিধাতা
তার, জন্য তবু কেদে যায়
এ দুচোখ ভিজে যায়
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়
মাঝরাতে ঝরো হাওয়া যদি বয়ে যায়
তার অভিমানী মুখ মনে পড়ে হায়
ঝিরি ঝিরি বৃষ্টিরা, পরে মাঝরাতে
কান্নারা মিশে যায় বৃষ্টির সাথে
যার, জন্য বুক জ্বলে যায়
সেই যদি চলে যায়
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়
যেই দিন চলে যায়
তাকি আর ফিরে আয়
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়।।