Ek Monete Dujona (এক মনেতে দুজনা) Bangla Lyrics By Akash Mahmud.

Ek Monete Dujona (এক মনেতে দুজনা) Bangla Lyrics By Akash Mahmud. 

Song : Ek Monete Dujona

Vocal : Akash Mahmud 

Lyrics : R A Ashraful 

Music : Akash Mahmud 

Label : Razib Music Official 

 

Ek Monete Dujona Bangla Lyrics 

তোমার এক মনেতে ছিলো দুজনা

বুঝি নাই তো আগে 

আমি বুঝি নাই তো আগে

তোমায় এতো ভালোবেসেও পাবো না

বুঝি নাই তো আগে 

আমি বুঝি নাই তো আগে

তোমায় ভালোবাইসা আমার 

মইরা গেছে ইচ্ছা বাচার

মরনের সাধ জাগে

তোমার এক মনেতে ছিলো দুজনা

বুঝি নাই তো আগে 

আমি বুঝি নাই তো আগে

সাদাসিধা মনটা আমার 

সরল ভালোবাসা

কতো সপ্ন দেখতাম আমি 

তুমি দিতে আশা

সাদাসিধা মনটা আমার 

সরল ভালোবাসা

কতো সপ্ন দেখতাম আমি 

তুমি দিতে আশা

সুখের ভাগটা নিলে তুমি 

সুখের ভাগটা নিলে তুমি

দুঃখ আমার ভাগে

তোমার এক মনেতে ছিলো দুজনা

বুঝি নাই তো আগে 

আমি বুঝি নাই তো আগে

মরন আমার হইলে পরে

কষ্ট যাবে কমে

এতো জালা সয়না রে আর

আমার প্রতি দমে

মরন আমার হইলে পরে

কষ্ট যাবে কমে

এতো জালা সয়না রে আর

আমার প্রতি দমে

সৃতির দহন বুকে নিয়ে

সৃতির দহন বুকে নিয়ে

কাদি নিশী জেগে

তোমার এক মনেতে ছিলো দুজনা

বুঝি নাই তো আগে 

আমি বুঝি নাই তো আগে

তোমায় ভালোবাইসা আমার 

মইরা গেছে ইচ্ছা বাচার

মরনের সাধ জাগে

তোমার এক মনেতে ছিলো দুজনা

বুঝি নাই তো আগে 

আমি বুঝি নাই তো আগে।।

Ek Monete Dujona Bangla Lyrics

Tomar ek monete chilo dujona

Bujhi nai to age

Ami bujhi naito age

Tomay eto valobeseo pabo na

Bujhi nai to age

Ami Bujhi nai to age

Tomay valobaisa amar 

Moira geche iccha bacar

Moroner sadh jage

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *