Eka Bose Thaki (একা বসে থাকি) Bangla Lyrics By Shovan Ganguly.
Eka Bose Thaki (একা বসে থাকি) Bangla Lyrics By Shovan Ganguly.
Song : Eka Bose Thaki
Music And Singer : Shovan Ganguly
Lyrics : Pralay
Label : Asha Audio
Eka Bose Thaki Song Lyrics In Bengali
দুঃখ মেখে গায়, এ অবেলায়
একা বসে থাকি,
প্রেমে প্রেমে ডুবছি নেশায়
বলো এলে নাকি,
দিনে দিনে শুধু ভেবে যাই
বলা থাকে বাকি।
দুঃখ মেখে গায়, এ অবেলায়
এক বসে থাকি,
প্রেমে প্রেমে ডুবছি নেশায়
বলো এলে নাকি,
দিনে দিনে শুধু ভেবে যাই
বলা থাকে বাকি,
দুঃখ মেখে গায়।
হুম… হুম… হুম…
দেখেছো কি মন পাখিদের
কি বাহাদুরি,
ছুঁলে তুমি তায়, যৌবন পায়
এ কামিনী কুঁড়ি,
দেখেছো কি মন পাখিদের
কি বাহাদুরি,
ছুঁলে তুমি তায়, যৌবন পায়
এ কামিনী কুঁড়ি।
তাইতো তো কতদিন বিকেল কেটে যায়
তোমাকেই ভেবে,
এভাবে ফেলে চলেছো কোথায়
আমাকেও নেবে,
দিন যে ফুরায়, বলো দেখি আর
কিভাবে ডাকি।
দুঃখ মেখে গায়, এ অবেলায়
একা বসে থাকি,
প্রেমে প্রেমে ডুবছি নেশায়
বলো এলে নাকি,
দিনে দিনে শুধু ভেবে যাই
বলা থাকে বাকি,
দুঃখ মেখে গায়।
হুম… হুম… হুম…