Ekaki Mon (একাকী মন) Bangla Lyrics By Balam

Ekaki Mon (একাকী মন) Bangla Lyrics By Balam

Song: Ekaki Mon

Vocal : Balam

Lyrics : T I Antor

Tune : Milon Mahmud

Label: Sangeeta

Ekaki Mon Bangla Lyrics 

একাকী মন আজ নীরবে

বিবাগী তোমার অনুভবে

ফেরারী প্রেম খোঁজে ঠিকানা

আকাশে মেঘ মানে বোঝো কিনা

একাকী মন আজ নীরবে

বিবাগী তোমার অনুভবে

ফেরারী প্রেম খোঁজে ঠিকানা

আকাশে মেঘ মানে বোঝো কিনা

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথা

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

দিনের আলো শেষে

যখন রাত নামে

তোমাকে খুঁজে পাই

আঁধারের শিরোনামে

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথা

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

নিথর চোখের কোণে

অথৈ শূন্যতা

ভাবনার বন্দরে

চাঁদ জাগে অপূর্ণতা

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথা

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

একাকী মন আজ নীরবে

বিবাগী তোমার অনুভবে

ফেরারী প্রেম খোঁজে ঠিকানা

আকাশে মেঘ মানে বোঝো কিনা

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথা

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

Ekaki Mon Bangla Lyrics 

Ekaki mon aj nirobe

Bibagi tomar onubhobe

Ferari prem khoje thikana

Akashe megh mane bojho kina

Biroho neel e neel a bandhe basa

Ojana byatha

Odhora taragulo kande bedonay

Kheyali tumi kothay

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *