Ekakitte(একাকিত্বে) Bangla Lyrics By Minar Rahman

Ekakitte(একাকিত্বে) Bangla Lyrics By Minar Rahman 

Song : Ekakitte

Vocal : Minar Rahman 

Lyrics : Prince Mahmud 

Music : Emon Chowdhury 

Ekakitte Bangla Lyrics 

একাকিত্বের কোনো মানে নেই,

কোনো মানে নেই,

নিরব চিত্তে গান নেই,

কোনো গান নেই।

একাকিত্বের কোনো মানে নেই,

কোনো মানে নেই,

নিরব চিত্তে গান নেই,

কোনো গান নেই।

হলদে বাতাসে উড়ে

খসে পড়া  পাখির পালক।

স্মৃতি জাল হাতড়ে মরে,

কোন এক বিষন্ন বালক।

আজ সে কোথায় আছে ?

কোথা সে রঙের শহর ?

সেখানে কী

গাঢ়হ রাত হয়?

নেমে আসে কাকভোর ?

আজ সে কোথায় আছে ?

কোথা সে রঙের শহর ?

সেখানে কী

গাঢ়হ রাত হয়?

নেমে আসে কাকভোর ?

কাটাছেড়া

গাঢ়হ রাতের আলাপন,

তবে প্রস্বান কেন এমন ?

বিনিদ্রক্ষন সঙ্গী যখন ।

এ কোন জীবন?

এ কোন জীবন?

বদলে গেছে 

কাটাছেড়া

গাঢ়হ রাতের আলাপন,

তবে প্রস্বান কেন এমন ?

বিনিদ্রক্ষন সঙ্গী যখন ।

এ কোন জীবন?

এ কোন জীবন?

বদলে গেছে

আজ সে কোথায় আছে ?

কোথা সে রঙের শহর ?

সেখানে কী

গাঢ়হ রাত হয়?

নেমে আসে কাকভোর ?

আজ সে কোথায় আছে ?

কোথা সে রঙের শহর ?

সেখানে কী

গাঢ়হ রাত হয়?

নেমে আসে কাকভোর ?

একাকিত্বের কোনো মানে নেই,

কোনো মানে নেই,

নিরব চিত্তে গান নেই,

কোনো গান নেই।

হলদে বাতাসে উড়ে

খসে পড়া  পাখির পালক।

স্মৃতি জাল হাতড়ে মরে,

কোন এক বিষন্ন বালক।

আজ সে কোথায় আছে ?

কোথা সে রঙের শহর ?

সেখানে কী

গাঢ়হ রাত হয়?

নেমে আসে কাকভোর ?

Ekakitte Bangla Lyrics

Ekakitter kono mane nei
Kono mane nei
Nirob chitte kono gan nei
Kono gan nei
Holde batase ure 
Khose pora pakhir palok
Srity jal hatre more
Kono ek bisonno balok.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *