Ekakitte(একাকিত্বে) Bangla Lyrics By Minar Rahman
Ekakitte(একাকিত্বে) Bangla Lyrics By Minar Rahman
Song : Ekakitte
Vocal : Minar Rahman
Lyrics : Prince Mahmud
Music : Emon Chowdhury
Ekakitte Bangla Lyrics
একাকিত্বের কোনো মানে নেই,
কোনো মানে নেই,
নিরব চিত্তে গান নেই,
কোনো গান নেই।
একাকিত্বের কোনো মানে নেই,
কোনো মানে নেই,
নিরব চিত্তে গান নেই,
কোনো গান নেই।
হলদে বাতাসে উড়ে
খসে পড়া পাখির পালক।
স্মৃতি জাল হাতড়ে মরে,
কোন এক বিষন্ন বালক।
আজ সে কোথায় আছে ?
কোথা সে রঙের শহর ?
সেখানে কী
গাঢ়হ রাত হয়?
নেমে আসে কাকভোর ?
আজ সে কোথায় আছে ?
কোথা সে রঙের শহর ?
সেখানে কী
গাঢ়হ রাত হয়?
নেমে আসে কাকভোর ?
কাটাছেড়া
গাঢ়হ রাতের আলাপন,
তবে প্রস্বান কেন এমন ?
বিনিদ্রক্ষন সঙ্গী যখন ।
এ কোন জীবন?
এ কোন জীবন?
বদলে গেছে
কাটাছেড়া
গাঢ়হ রাতের আলাপন,
তবে প্রস্বান কেন এমন ?
বিনিদ্রক্ষন সঙ্গী যখন ।
এ কোন জীবন?
এ কোন জীবন?
বদলে গেছে
আজ সে কোথায় আছে ?
কোথা সে রঙের শহর ?
সেখানে কী
গাঢ়হ রাত হয়?
নেমে আসে কাকভোর ?
আজ সে কোথায় আছে ?
কোথা সে রঙের শহর ?
সেখানে কী
গাঢ়হ রাত হয়?
নেমে আসে কাকভোর ?
একাকিত্বের কোনো মানে নেই,
কোনো মানে নেই,
নিরব চিত্তে গান নেই,
কোনো গান নেই।
হলদে বাতাসে উড়ে
খসে পড়া পাখির পালক।
স্মৃতি জাল হাতড়ে মরে,
কোন এক বিষন্ন বালক।
আজ সে কোথায় আছে ?
কোথা সে রঙের শহর ?
সেখানে কী
গাঢ়হ রাত হয়?
নেমে আসে কাকভোর ?