Ekdin Porabe Amar Ovab(একদিন পোড়াবে আমার অভাব) Bangla Lyrics Tawhid Afridi
Ekdin Porabe Amar Ovab(একদিন পোড়াবে আমার অভাব) Bangla Lyrics Tawhid Afridi
Song : Ekdin Porabe Amar Ovab
Vocal : Sadat Hossain
Lyrics : Sadat Hossain
Music : PB Rudro
Label : G Series
Ekdin Porabe Amar Ovab Bangla Lyrics
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদরে
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদরে
তুমি বন্ধু আপন চিনলা না,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
তুমি বন্ধু ধরবে পর মানুষের হাত
আমার বুকে আসবে আমাবস্যা রাত,
তুমি বন্ধু ধরবে পর মানুষের হাত
আমার বুকে আসবে আমাবস্যা রাত,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
অভাগার মন নিয়ে করোনা ছলনা
মন সেতো নয়রে তোমার হাতের খেলনা,
অভাগার মন নিয়ে করোনা ছলনা
মন সেতো নয়রে তোমার হাতের খেলনা,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদোরে
হৃদয় মাঝারে পুষলাম কত আদরে
তুমি বন্ধু আপন চিনলা না,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
Ekdin Porabe Amar Ovab Bangla Lyrics
Hridoy o majare puslam koto adore
Hridoy o majare puslam koto adore
Tumi bondhu apon cinla na
E pagoler valobasar sovab
Ekdin porabe amar ovab
Tumi bondhu dhorbe por manuser hat
Amar buke asbe amabossar rat
E pagoler valobasar sovab
Ekdin porabe amar ovab