Ekla Amar Mon ( একলা আমার মন) Bangla Lyrics By Kazi Shuvo.
Song : Ekla Amar Mon
Vocal : Kazi Shuvo
Lyrics : Rabiul Islam Jibon
Tune : Jimon Rehan
Music : Rezwan Sheikh
Label : Sultan Entertainment
Ekla Amar Mon Bangla Lyrics
আমার একলা ঘরে একলা আমি
একলা আমার মন
পিরিতের ময়না পাখি
বোলায় সারাক্ষণ
আমার একলা ঘরে একলা আমি
একলা আমার মন
পিরিতের ময়না পাখি
বোলায় সারাক্ষণ
চাতক পাখির মতোন আমি
আশায় আশায় থাকি
তৃশ্না কাতর মনটা আমার
জুরায় দুটি আখি
বিরহ ব্যাথায় অন্তর পুড়ে ছাই
তোমার ভালোবাসায়
তোমার ভালোবাসায়
কতো ডাকি শোনা পাখি
মনতো বুঝলো না
চান্দের আলোয় আমার ঘরে
সুখ তো চিনলো না
পাখি সুখ তো চিনলো না
কতো ডাকি শোনা পাখি
মনতো বুঝলো না
চান্দের আলোয় আমার ঘরে
সুখ তো চিনলো না
পাখি সুখ তো চিনলো না
সুখের ও ঘরে দুখের ও ব্যাথায়
দুচোখ ভেসে যায়
বিরহ ব্যাথায় অন্তর পুড়ে ছাই
তোমার ভালোবাসায়
তোমার ভালোবাসায়
কতো কিছু দেওয়ার ছিলো
মিথ্যে প্রেমে সব হারালো
আসল প্রেমের কতো যাতন
সুখ তো বুঝলা না
সুখ তো বুঝলা না
কতো কিছু দেওয়ার ছিলো
মিথ্যে প্রেমে সব হারালো
আসল প্রেমের কতো যাতন
সুখ তো বুঝলা না
সুখ তো বুঝলা না
তোমারও প্রেমে আদর মায়া
আমায় ছুয়ে যায়
বিরহ ব্যাথায় অন্তর পুড়ে ছাই
তোমার ভালোবাসায়
তোমার ভালোবাসায়।।
Ekla Amar Mon Bangla Lyrics
Amar ekla ghore ekla ami
Ekla amar mon
Piriter moyna pakhi
Bolay sarakhon
Chatok pakhir moton ami
Ashay ashay thaki
Trishna kator monta amar
Juray duti akhi