Eklar Songshar(একলার সংসার) Bangla Lyrics By Akash Mahmud
Song : Eklar Songshar
Vocal : Akash Mahmud
Lyric: Akash Mahmud
Music: Akash Mahmud
Label : Akash Dream Music
Eklar Songshar Bangla Lyrics
আমার কষ্টে গড়া প্রেমের বাগান
করলিরে ছারখার….
তোর কারনে বুকে চাঁপা
কষ্ট হাহাকার….
আমার কষ্টে গড়া প্রেমের বাগান
করলিরে ছারখার
তোর কারনে বুকে চাঁপা
কষ্ট হাহাকার
তুই চইলা গেলি
তুই চইলা গেলি রাইখা গেলি
একলা রে সংসার
আমার একলা রে সংসার
তুই চইলা গেলি রাইখা গেলি
একলা রে সংসার
আমার একলা রে সংসার
আমি তোরে দিলাম আদর কইরা
ভালোবাসার ঘর
তুই দিলি যতন করিয়া
ব্যথারই পাহাড়
তুই দিলি যতন করিয়া
ব্যাথারিই পাহাড়
আমার মনের জমি মরুভূমি
হইয়া গেল আজ
আমার মনের জমি মরুভূমি
হইয়া গেল আজ
তোর কারনে মন উঠোনে
পরলো কত বাজ
হারাইয়া গেলি
হারাইয়া গেলি উড়াল দিলি
ফিরলিনা তো আর
তুই ফিরলিনা তো আর
তুই চইলা গেলি রাইখা গেলি
একলা রে সংসার
আমার একলা রে সংসার
আমার রংবেরঙের স্বপন গুলা
ভাইঙ্গা দিলি তুই
ঘুমের ঘরে উদাস মনে
আজও তোরে ছুঁই
ঘুমের ঘরে উদাস মনে
আজও তোরে ছুঁই
আমার নরম মনটা নিয়ে খেলা
ছিল কি দরকার
আমার নরম মনটা নিয়ে খেলা
ছিল কি দরকার
তোর এক অপরাধ ক্ষমা করা
যায় রে কতবার
তুই ছাইরা গেলি
তুই ছাইরা গেলি না বুঝলি
কষ্টটা আমার
ওরে কষ্টটা আমার
তুই চইলা গেলি রাইখা গেলি
একলা রে সংসার
আমার একলা রে সংসার
আমার কষ্টে গড়া প্রেমের বাগান
করলিরে ছারখার
তোর কারনে বুকে চাঁপা
কষ্ট হাহাকার
তুই চইলা গেলি
তুই চইলা গেলি রাইখা গেলি
একলা রে সংসার
আমার একলা রে সংসার
তুই চইলা গেলি রাইখা গেলি
একলা রে সংসার
আমার একলা রে সংসার
Eklar Songshar Bangla Lyrics
Amar koste gora premer bagan
Korlire charkhar
Tor karone buke capa
Kosto hahakar
Tui choila geli
Tui choila geli raikha geli
Eklare songshar
Amar eklare songshar