Ekta Golpo Shon(একটা গল্প শোন) Bangla Lyrics By Avraal Sahir। Nasib Bangla Natok Mushfiq R Farhan.
Song : Ekta Golpo Shon
Vocal : Avraal Sahir & Porshi
Lyrics : MA Alam Shuvo
Music : Avraal Sahir
Label : Sultan Entertainment
Ekta Golpo Shon Bangla Lyrics
একটা গল্প শোন
দুজনের আলাপন
আমি করিনি গোপন
তোর কাছে কিছুই
একলা মনের কোন
তুই এসে সপ্ন বোন
আমি রাখিনি তো
এই মন কারো পিছু
ঢেলে দিয়ে আদর মোরাবো
রঙিন খামে
বিনিময়ে মনটা লিখে দিস
আমার নামে
ঢেলে দিয়ে আদর মোরাবো
রঙিন খামে
বিনিময়ে মনটা লিখে দিস
আমার নামে
একটা গল্প শোন
দুজনের আলাপন
আমি করিনি গোপন
তোর কাছে কিছুই
একলা মনের কোন
তুই এসে সপ্ন বোন
আমি রাখিনি তো
এই মন কারো পিছু
তোর সপ্নের আজ পাহারায়
ঘুম হয়ে থাকি
ভোরের প্রথম আলোয়
পাখি হয়ে ডাকি
সবটা জেনেও আমি
মন মনে হাসি
কাছে এসে বুঝে নে না
কতো ভালোবাসি
কি যে আমার হলো
সব লাগে এলোমেলো
কথাগুলো জমা আছে
বুকের বামে
ঢেলে দিয়ে আদর মোরাবো
রঙিন খামে
বিনিময়ে মনটা লিখে দিস
আমার নামে
ঢেলে দিয়ে আদর মোরাবো
রঙিন খামে
বিনিময়ে মনটা লিখে দিস
আমার নামে
গাছের ডালে দুজনে
বানাবো ছোট ঘর
চাদনী রাতে তোকে পেলে
চাইনা আমি ভোর
নদীর জলে ভাসবো
ক্লান্ত হয়ে যাই
সব হারিয়ে আমার পাশে
থাকবি কি তুই বল
কি যে আমার হলো
সব লাগে এলোমেলো
কথাগুলো জমা আছে
বুকের বামে
ঢেলে দিয়ে আদর মোরাবো
রঙিন খামে
বিনিময়ে মনটা লিখে দিস
আমার নামে
ঢেলে দিয়ে আদর মোরাবো
রঙিন খামে
বিনিময়ে মনটা লিখে দিস
আমার নামে।।
Ekta Golpo Shon Bangla Lyrics
Ekta golpo shon
Dujoner alapon
Ami korini gopon
Tor kache kichui
Ekla moner kon
Tui ese sopno bon
Ami rakhini to
Ei mon karo pichu